1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোপন ফর্মুলা দেশে পাচার করে ধৃত চীনা বৈজ্ঞানিক

১ সেপ্টেম্বর ২০১০

গোপন রাসায়নিক ফর্মুলা নিজের দেশে পাচার করতে গিয়ে যুক্তরাষ্ট্রে ধরা পড়ে গেলেন এক চীনা বৈজ্ঞানিক৷ হুয়ান নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা এনেছে তাঁর কর্মদাতা সংস্থা৷

https://p.dw.com/p/P1JQ
China, USA,Science,Scientist, Espionage,Spy, Thief, DOW,বিজ্ঞান, বৈজ্ঞানিক, চীনা, চীন, যুক্তরাষ্ট্র, অ্যামেরিকা, গুপ্তচর, পাচার, ডিওডবলিউ
কৃষিকাজে প্রয়োজনীয় কীটনাশকের ফর্মুলা পাচার করেছিলেন হুয়ানছবি: AP

নামজাদা মার্কিন সংস্থা ডিওডবলিউ-তে প্রথম সারির গবেষক হিসেবে গত বেশ কয়েক বছর যাবৎ কাজ করছিলেন চীনা বৈজ্ঞানিক হুয়ান৷ তাঁর কাজের মধ্যেই তিনি যে লুকিয়ে ডিওডবলিউ সংস্থার গোপন সব ফর্মুলা স্বদেশে পাচার করে চলেছেন, সেটা সংস্থার গোচরে আসে সম্প্রতি৷ তারপরেই হুয়ানের বিরুদ্ধে আদালতে যায় তারা৷

ডিওডবলিউ-র অভিযোগ, হুয়ান তাদের সংস্থার বিশেষ কীটনাশকের গোপন ফর্মুলা চীনের কিছু সংস্থার কাছে বিক্রি করেছেন এবং অর্থ উপার্জন করেছেন৷ ৪৫ বছর বয়সী হুয়ান কেকসুয়ের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলি প্রমাণিত হলে মোট আড়াই লক্ষ ডলার জরিমানা এবং অন্তত দশ বছরের কারাবাসের সাজা হওয়ার সম্ভাবনা৷ মার্কিন আইন মোতাবেক৷

সেই ১৯৮৯ সাল থেকে ডিওডবলিউ সংস্থা ক্ষতিকারক কীটপতঙ্গের নিয়ন্ত্রণ এবং কীটনাশক আবিষ্কারের জন্য গবেষণায় বহু অর্থ ব্যয় করে চলেছে৷ তাদের সেই বহু অর্থ ও সময় ব্যয় করে আয়ত্ত্ব করা গবেষণার ফলাফল বা গোপন ফর্মুলা নিজের দেশে পাচার করে বস্তুত গুপ্তচরবৃত্তিই করেছেন এই হুয়ান নামের বৈজ্ঞানিক৷ আদালতে অতএব রীতিমত সাড়া পড়ে গেছে এই মামলাকে ঘিরে৷ চীনের বৈজ্ঞানিক বা গবেষক হুয়ানের সাজা শেষ পর্যন্ত কতটা হয়, সেটা এখন লক্ষ্য রাখার বিষয়৷ সেইসঙ্গে এই ফর্মুলা পাচারের ঘটনায় দুই দেশের কূটনীতি জড়িয়ে যায় কিনা, দেখার বিষয় সেটাও৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা