1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেটাফে দলকে ৪-২ গোলে হারালো রেয়াল মাদ্রিদ

২৬ মার্চ ২০১০

রোনাল্ডো ও ইগাইন'এর দুর্দান্ত খেলার জোরে রেয়াল মাদ্রিদ স্থানীয় দুর্বল প্রতিদ্বন্দ্বী গেটাফে’কে সহজেই হারিয়ে স্প্যানিশ লিগে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করে ফেলল৷

https://p.dw.com/p/Mcfk
রোনাল্ডো’র জাদু আরও একবার দর্শকদের মুগ্ধ করলোছবি: DPA

স্থানীয় প্রতিদ্বন্দ্বী গেটাফে’কে ৪-২ গোলে হারিয়ে রেয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল লিগের তালিকায় পয়েন্টের দিক থেকে এবার চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান হয়ে গেল৷ দুই দলেরই পয়েন্ট এখন ৭১৷ ম্যাচের প্রথম ৩৭ মিনিটের মধ্যেই মাদ্রিদের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও গনসালো ইগাইন দু'টি করে গোল করে তাক লাগিয়ে দিলেন৷

মাদ্রিদ যে খেলা দেখালো, তা দর্শকদের মুগ্ধ করলো৷ বৃহস্পতিবারের ম্যাচের পর দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপ ফুটবলের আসরে রোনাল্ডো'র কৌশল দেখতে গোটা বিশ্বের দর্শকদের উৎসাহ আরও বেড়ে গেল৷

আসলে রেয়াল মাদ্রিদের সময়টা বেশ ভালই যাচ্ছে৷ স্প্যানিশ লিগে এই নিয়ে পর পর ১০টি ম্যাচে জয়ের মুখ দেখল রোনাল্ডোর টিম৷ তাছাড়া পরপর ৯টি ম্যাচে ৩ বা তার বেশী গোল করার নিজস্ব রেকর্ডও ছুঁয়ে ফেলল এই ক্লাব৷ এর আগে ১৯৫১-৫২ সালে এমন দুর্দান্ত খেলা দেখিয়েছিল রেয়াল মাদ্রিদ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম