1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়াইদোর সংসদীয় দায়মুক্তি বাতিল

৩ এপ্রিল ২০১৯

ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টের বিচারের মুখোমুখি হওয়া থেকে দায়মুক্তির ক্ষমতা বাতিল করা হয়েছে৷ গুয়াইদো দাবি করেছেন, দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তাঁর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে৷

https://p.dw.com/p/3GB1Q
ছবি: picture-alliance/AP Photo/E. Verdugo

ভেনেজুয়েলার সাংবিধানিক পরিষদ মঙ্গলবার দেশটির বিরোধী দলীয় নেতা এবং স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর সংসদীয় দায়মুক্তি বাতিলের পক্ষে ভোট দিয়েছেন৷ মাদুরোপন্থি পরিষদের এই উদ্যোগের কারণে গুয়াইদোর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত এবং তাঁকে গ্রেপ্তারের পথ প্রশস্ত হতে পারে

যা জানা দরকার

  • সাংবিধানিক পরিষদ সর্বসম্মতিক্রমে গুয়াইদোর দায়মুক্তি বাতিলের পক্ষে ভোট দিয়েছে
  • গুয়াইদো তাঁর বিরুদ্ধে তদন্ত চলাকালে দেশত্যাগের এক নির্দেশ ভঙ্গ করায় ভেনেজুয়েলার বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের নির্দেশে পরিষদ এই ভোটাভুটির সিদ্ধান্ত নেয়৷
  • ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, একজন আইনপ্রণেতার দায়মুক্তি বাতিল করতে হলে জাতীয় পরিষদের অনুমোদন দরকার হয়৷ তবে, বিরোধী দল নিয়ন্ত্রিত চেম্বার এই সিদ্ধান্ত গ্রহণ করেনি৷

সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট দিয়োসদাদো কাবেলো দাবি করেছেন যে গুয়াইদো ভেনেজুয়েলায় বিদেশিদের আগ্রাসন এবং গৃহযুদ্ধ সৃষ্টির পেছনে ইন্ধন জোগাচ্ছেন৷ তিনি বলেন, ‘‘তারা মৃত্যু নিয়ে ভাবছে না৷ একটি দেশে যুদ্ধের পরিণতি কী হতে পারে তা সেবিষয়ে তাদের কোনো ধারণা নেই৷''

মঙ্গলবার সকালে অবশ্য সর্বোচ্চ আদালত এবং সাংবিধানিক পরিষদকে অবৈধ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট পদ থেকে মাদুরোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গুয়াইদো৷ তাঁকে অপহরণের চেষ্টা করা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

এআই/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ)