1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলের সঙ্গে জার্মানির বিরোধে বিপাকে ইউটিউব

১১ মে ২০১০

ইন্টারনেটে ভিডিও ক্লিপ দেখার জন্য এই মুহুর্তে ইউটিউব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট৷ যে কেউ সহজেই এখানে কোন ভিডিও ডাউনলোড কিংবা আপলোড করতে পারেন৷ কিন্তু জার্মানিতে দিন দিন তা কঠিন হয়ে আসছে৷

https://p.dw.com/p/NKoy

এর কারণ হচ্ছে ভিডিওর সর্বস্বত্ব নিয়ে জার্মান কর্তৃপক্ষের সঙ্গে গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউবের বিরোধ৷ সর্বশেষ খবর হল, জার্মান সংস্থা গেমা ইউটিউবকে নির্দেশ দিয়েছে ৬০০ ভিডিও সরিয়ে ফেলতে৷ তারা বলছে, এই ভিডিওগুলোর জন্য গুগলকে পয়সা খরচ করতে হবে৷ অর্থাৎ বিনামূল্যে এসব ভিডিও দেখার দিন শেষ! গুগলের সঙ্গে এক বছরের আলোচনায় কোন ফল না আসার পর এই নির্দেশ দিল জার্মান প্রতিষ্ঠান গেমা৷

মূলত, অবৈধ ভিডিও ব্যবসা বন্ধ করার জন্য গেমা সহ বেশ কয়েকটি সংস্থা তাদের নিজ নিজ দেশে নজরদারী চালিয়ে যাচ্ছে৷ গেমা জানিয়েছে, তাদের সঙ্গে রয়েছে ফ্রান্সের সাকেম, ইটালির এসআইএইসহ যুক্তরাষ্ট্রের এ্যাসকাপ, বিএমআই এবং সেসাক এর মত সংস্থা৷ এসব সংস্থার দাবি, ইউটিউব যদি কোন পেশাদার গায়ক কিংবা ছবির ভিডিও দেখায় তাহলে সেজন্য অর্থ দিতে হবে৷ গেমার দাবি হচ্ছে যতবার এসব ভিডিও দেখা হবে ততবার পয়সা খরচ করতে হবে৷ কিন্তু গুগল জানিয়েছে, এই দাবি মেটাতে গেলে তাদের বিপুল লোকসানের মুখে পড়তে হবে৷ তাই তারা রাজি হয়নি৷ গুগল আরও জানিয়েছে যে জার্মানি তাদের সঙ্গে না থাকলেও ব্রিটেন, নেদারল্যান্ডস, জাপান, দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশই বিনা পয়সায় কিংবা কম মূল্যে ইউটিউব চালু রাখার অনুমতি দিয়েছে৷

Streit zwischen youtube und der GEMA
জার্মানিতে ইউটিউবে সার্চ করলেই প্রায়ই এই ধরণের বার্তা ভেসে আসেছবি: picture alliance/dpa

কিন্তু গেমা আর গুগলের এই বিরোধের কারণে বিপাকে পড়েছেন ইউটিউবের ভক্তরা৷ আগের মত এখন আর ইউটিউবে ভিডিও ক্লিপিংস দেখা যাচ্ছে না৷ ফলে অনেকেই বঞ্চিত হচ্ছেন তথ্য ও বিনোদনের উৎস থেকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী