1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজার ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা : বিশ্বে নিন্দার ঝড়

১ জুন ২০১০

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানোর পাশাপাশি, হামলার নিন্দা করেছে৷ তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ান গাজার ওপর থেকে অমানবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/Nejk
তুর্কী সাহায্য সংস্থা আই এইচ এইচ প্রকাশিত ইসরায়েলি হামলার ভিডিও ছবিছবি: AP

মঙ্গলবার তুরস্ক সমর্থিত গাজার ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করা হয় তুরস্কের সংসদে৷ এই সময় তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ান গাজার ওপর থেকে অমানবিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে ইসরায়েলের প্রতি আহ্বান জানান৷ তিনি একই সঙ্গে গাজায় ত্রাণ বহনকারী তুর্কি জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলার তদন্তের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ঐ কমান্ডো হামলায় অন্তত ৯ জন নিহত হয়৷

এদিকে ঐ হামলার পর, সোমবার রাত থেকেই বিশ্বে নিন্দার ঝড় উঠেছে৷ বিশ্বের অনেক দেশের পক্ষ থেকেই নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে৷ জাতিসংঘ নিরাপত্তা পরিষদও দীর্ঘ বৈঠক করেছে বিষয়টি নিয়ে৷ এরপর জাতিসংঘের পক্ষ থেকেও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে৷ একই সঙ্গে এই হামলার নিন্দাও করা হয়েছে৷

Proteste Gaza Israel USA San Francisco Flash-Galerie
ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে বিক্ষোভছবি: AP

রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার যৌথ বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে৷ একই সঙ্গে গাজা ক্রসিং খুলে দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে৷ বাণিজ্যিক সহায়তা এবং মানবিক সাহায্য নিয়ে যাওয়ার লক্ষ্যে তাৎক্ষিকভাবে গাজা ক্রসিং খুলে দেওয়ার জন্যে ইইউ এবং রাশিয়া আহ্বান জানিয়েছে৷ এছাড়া, পৃথক বিবৃতিতে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন এই সহিংস ঘটনার নিন্দা জানিয়ে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে৷ এই ঘটনার নিন্দা জানিয়েছে ভারতও৷ এক বিবৃতিতে একই সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে অঞ্চলে শান্তি নিয়ে আসার ওপর জোর দেওয়া হয়েছে৷ ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, গাজার জন্য ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা ইহুদিদের ফ্যাসিবাদী আচরণেরই প্রকাশ৷ এক বিবৃতিতে তিনি বলেন, এই অপরাধ তাদের নতুন এবং আরো বেশি মাত্রার ফ্যাসিবাদী চেহাড়াই সবার কাছে উন্মুক্ত করেছে৷ এবং এইসব কিছুই সমর্থন করছে যুক্তরাষ্ট্রের সরকার৷

এদিকে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন গাজার ত্রাণবাহী জাহাজ থেকে আটক আয়ারল্যান্ডের সাতজন নাগরিককে জরুরি ভিত্তিতে ছেড়ে দেওয়ার জন্যে আহ্বান জনিয়েছেন৷ তিনি বলেন, ইসরায়েলের এই গ্রেপ্তার মেনে নেওয়া যায়না৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ