1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরুপাচার-কাণ্ডে নাম জড়ালো সিউড়ির আইসি-র

২৪ মার্চ ২০২৩

গরুপাচার-কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এবার ডাক পড়ছে একাধিক প্রশাসনিক কর্তার।

https://p.dw.com/p/4PA5f
অনুব্রত মণ্ডল
ছবি: Satyajit Shaw/DW

কিছুদিন আগেই প্রশ্ন উঠেছিল, মামলা লড়ার জন্য কোথা থেকে বিপুল টাকা পাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দেশের প্রথম সারির একাধিক আইনজীবী তার হয়ে লড়ছেন। এক একদিনে যারা লাখ লাখ টাকা নেন। এবার সেই বিষয়েই বীরভূমের সিউড়ির আইসি-কে ডেকে পাঠালো ইডি। ইডি সূত্র জানাচ্ছে, অনুব্রতের মামলার খরচ ইনস্পেক্টর ইন চার্জ মহম্মদ আলি চালাচ্ছিলেন। তিনি অনুব্রতের ঘনিষ্ঠ এবং গরুপাচার-কাণ্ডেও তার যোগ ছিল। 

শনিবার মহম্মদ আলিকে ব্যাংকের সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লিতে ইডি-র দপ্তরে দেখা করতে বলা হয়েছে। তবে তিনি শনিবার দেখা করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। 

বস্তুত, এর আগেই আসানসোলের বিশেষ সংশোধনাগারের সুপারিন্টেডেন্ট কৃপাময় নন্দীকে ডেকে পাঠিয়েছিল ইডি। আগামী ৫ এপ্রিল তাকে দিল্লি যেতে বলা হয়েছে। অভিযোগ, জেলে অনুব্রত এবং তার দেহরক্ষী সেহেগলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছিল। তাদের ফোন ব্যবহার করতে দেওয়া হয়েছিল। ইডি সূত্র জানিয়েছে, জেলের নথি এবং ব্যাংকের নথি নিয়ে তাকে ইডি-র দপ্তরে যেতে বলা হয়েছে। জেলে অনুব্রতের সঙ্গে কারা দেখা করতে আসতেন, তা খতিয়ে দেখবে ইডি। 

ইডি-র সূত্র জানাচ্ছে, গত কয়েকমাসে গরুপাচার-কাণ্ডের মামলাটির অনেক অগ্রগতি হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক সূত্র স্পষ্ট হয়েছে। এবং সেই মোতাবেক একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার করা হয়েছে। বস্তুত, অনুব্রত মণ্ডলের মেয়েকেও এই মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনি শরীর খারাপের কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন। তাকে ফের ডাকা হতে পারে বলেও সূত্র জানিয়েছে। 

অন্যদিকে সম্প্রতি ইডি অয়ন শীলকে গ্রেপ্তার করেছে। নিয়োগ দুর্নীতি মামলাতেও অয়ন যুক্ত বলে ইডি-র সূত্র জানিয়েছে। এবং অয়নের সঙ্গে অনুব্রতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে মনে করা হচ্ছে। ফলে অনুব্রত নিয়োগ দুর্নীতিতেও যুক্ত হতে পারেন বলে ইডি-র একটি সূত্র মনে করছে। তবে প্রকাশ্যে এবিষয়ে ইডি এখনই কোনো মন্তব্য করতে চাইছে না। 

এসজি/জিএইচ (পিটিআই)