1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণপিটুনিতে নিহত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশে গণপিটুনিতে প্রাণ হারাচ্ছেন সন্দেহভাজন ছাড়াও সাধারণ মানুষ৷ এর সংখ্যা বছরে গড়ে ১৫০ জনের কম নয়৷ পুলিশও কখনো কখনো গণপিটুনিতে হত্যায় উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ৷

https://p.dw.com/p/17X7J
ছবি: Reuters

মানবাধিকার সংগঠন অধিকার-এর হিসাব অনুযায়ী, গেল বছর সারা দেশে ১৩২ জন গণপিটুনিতে নিহত হয়েছেন৷ আর চলতি বছরের জানুয়ারি মাসে ১৭ জন৷ এই ১৭ জনের মধ্যে ২ জন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণপিটুনিতে নিহত হন৷ আর গত মাসে গাজিপুরের বিভিন্ন এলাকায় ২ মহিলাসহ ৩ জনকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়৷ পরে পুলিশের তদন্তেই দেখা যায়, তারা ৩ জনই মানসিক প্রতিবন্ধী৷

অধিকার-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আদিলুর রহমান খান ডয়চে ভেলেকে জানান, ভয়াবহ বিষয় হল তারা তদন্ত করে দেখেছেন, পুলিশও কখনো কখনো সন্দেহভাজনদের জনতার হাতে তুলে দিয়ে গণপিটুনিতে হত্যা করায়৷ আর প্রতিপক্ষকে ঘায়েল করতেও গণপিটুনির আশ্রয় নেয়ার প্রমাণ আছে৷ এই পরিস্থিতিকে তিনি পুলিশ ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা বলে মনে করেন৷

আদিলুর রহমান বলেন, সাধারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন স্বাভাবিকভাবেই অনেক নিরীহ মানুষ-এর শিকার হচ্ছেন৷ আর কেউ অপরাধী হলেও তাকে গণপিটুনিতে হত্যার অধিকার কারুর নেই৷ পুলিশ গণপিটুনি প্রতিরোধে ব্যবস্থা না নিয়ে কোন কোন ক্ষেত্রে উৎসাহিত করায় পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হচ্ছে৷

ব্যারিস্টার খান বলেন, গণপিটুনির শিকার হয়ে যারা নিহত হন তাদের পরিবারের আইনি প্রতিকার পাওয়ারও তেমন কোন সুযোগ নেই৷ তাই সরকারের উচিত গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া৷ পুলিশের উচিত দায়িত্বশীল আচরণ করা৷ আর গণপিটুনির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কর্মসূচি হাতে নেয়া উচিত সরকারের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য