1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলোয়াড়দের পেছনে খেলছেন যারা

১ জুন ২০১০
https://p.dw.com/p/NfAH
ছবি: AP

খেলোয়াড় হিসেবে খুব একটা সফল না হলেও খেলোয়াড় বানানোর খেলায় কিন্তু বেশ পারদর্শী তারা৷ একেক দলের সফলতার সঙ্গে তাদের নাম জড়িয়ে যায় সবসময়৷ হ্যাঁ, খেলাধুলার ভাষায় তাদেরকে বলা হয় কোচ৷ যারা কিনা পুরো দলটাকে নেতৃত্ব দিচ্ছেন সাইড লাইনে বসে৷ অবশ্য সব কোচই যে খেলোয়াড় হিসেবে খারাপ ছিলেন, সেটা বলাও ঠিক নয়৷ চলুন এবার বিশ্বকাপের তারকা কোচদের গল্প শুনি৷

স্কিপ নেক্সট সেকশন সংবাদগুলো

সংবাদগুলো