1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে প্রতিবন্ধী হত্যা

২৬ জুলাই ২০১৬

অত্যন্ত ‘আইনভক্ত' আততায়ী৷ জাপানের সংসদের কাছে প্রতিবন্ধী হত্যার অনুমতির আবেদন করে উত্তর না পেয়ে নিজেই ছুরি চালিয়ে ১৯ জন প্রতিবন্ধীকে হত্যা করলো বিকৃতমস্তিষ্ক এক আততায়ী৷

https://p.dw.com/p/1JVo2
ছবি: Reuters

জাপানে ভয়াবহ হত্যালীলার ঘটনার পর ধীরে ধীরে আততায়ী সম্পর্কে নানা তথ্য জানা যাচ্ছে৷ ২৬ বছর বয়সি সাতোশি উয়েমাতসু গত ১৯শে ফেব্রুয়ারি জাপানের সংসদের স্পিকারের কাছে একটি আবেদন পেশ করার চেষ্টা করেছিল৷ সরকারের অনুমতি নিয়ে সে ৪৭০ জন প্রতিবন্ধী মানুষ হত্যা করতে চেয়েছিল৷ কারণ তার মতে, সমাজে এমন মানুষের জায়গা থাকতে পারে না৷ তাদের আত্মীয়-স্বজনের অনুমতি নিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেওয়াই ভালো৷

মানসিক বিকারগ্রস্ত সন্দেহে উয়েমাতসু-কে জোর করে হাসপাতালে ভর্তি করা হয়৷ তারপর তার অবস্থার উন্নতির কারণ দেখিয়ে ২রা মার্চ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ ডাক্তারের ধারণা হয়েছিল, সে খুন করতে পারবে না৷

কিন্তু উয়েমাতসু তার ইচ্ছা পূরণ করতে কতটা বদ্ধপরিকর, কেউ তা অনুমান করতে পারেনি৷ সে মঙ্গলবার ভোররাতে ২টা ১০ নাগাদ রাজধানী টোকিও-র কাছে সাগামিহারা শহরে এক প্রতিবন্ধী কেন্দ্রে হানা দেয়, যেখানে সে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত কর্মরত ছিল৷ তারপর তাকে বরখাস্ত করা হয়৷

মঙ্গলবার তার সঙ্গে একটি ব্যাগে ছিল তিনটি ছুরি৷ এক কর্মীকে দড়ি দিয়ে বেঁধে সে হত্যালীলা শুরু করে৷ তার ছুরির আঘাতে ঘুমন্ত অবস্থায় ১৯ জন প্রতিবন্ধী নিহত, ২৫ জন আহত হয়েছে৷ তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর৷ এক কর্মী রাত আড়াইটে নাগাদ পুলিশকে খবর দেয়৷ হত্যালীলার পর আততায়ী নিজেই গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ সে সময়ে সে হত্যার দায় স্বীকার করে বলেছিল, ‘‘প্রতিবন্ধীদের উধাও হয়ে যাওয়া উচিত৷''

১৯৩৮ সালের পর এই ধরনের হত্যাকাণ্ড জাপানে ঘটেনি৷ সে বছর এক ব্যক্তি কুড়াল, তরবারি ও রাইফেল দিয়ে ৩০ জনকে হত্যা করেছিল৷ শিল্পোন্নত দেশগুলির মধ্যে জাপানে অপরাধের হার অত্যন্ত কম৷

উয়েমাতসু যে এমন হত্যালীলা চালাতে পারে, প্রতিবেশী সহ এলাকার অনেক মানুষের পক্ষে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে৷ সে নাকি হাসিমুখে সবাইকে সম্ভাষণ করতো৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য