1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়া’র সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সংঘর্ষ

১৩ নভেম্বর ২০১০

বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে উত্তপ্ত রাজপথ৷ ইতিমধ্যে পুলিশের সঙ্গে বিরোধী নেত্রীর সমর্থকদের সংঘর্ষে আহত কমপক্ষে ৫০, আটক ২০৷

https://p.dw.com/p/Q7n1
এর আগে ২০০৭ সালে একবার আটক করা হয়েছিল খালেদা জিয়াকে৷ পরবর্তীতে অবশ্য ছাড়া পান তিনি (ফাইল ফটো)ছবি: AP

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, সেনানিবাস এলাকার বাইরে বিএনপি'র কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদে অংশ নেয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ব্যবহার করে৷ এসময় কমপক্ষে ৫০ জন আহত হন এবং ২০ জনকে আটক করেছে পুলিশ৷

বাংলাদেশে ডয়চে ভেলে'র কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম জানাচ্ছে, মধ্যরাত থেকে উত্তেজনার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে গাড়িতে তুলে গুলশানের কার্যালয়ে নেওয়া হয়েছে৷ বর্তমানে খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে রয়েছেন বলেও জানিয়েছে একাধিক সংবাদসংস্থা৷ সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন বিরোধী নেত্রী৷

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিনের প্রস্তুতি শেষে স্বেচ্ছায় সেনানিবাসের বাসা ছেড়ে দিচ্ছেন৷ বেগম খালেদা জিয়ার বিশেষ অনুরোধে স্থানান্তর প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

উল্লেখ্য, গত ১৩ই অক্টোবর খালেদা জিয়াকে ১ মাসের মধ্যে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ এই একমাস সময়সীমা উত্তীর্ণ হয়েছে শুক্রবার মধ্যরাতে৷ ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ই জুন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমির ওপর বাড়িটি দেয়া হয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান