1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার পাচার করা সম্পদের তদন্ত হচ্ছে

২ সেপ্টেম্বর ২০১০

অচিরেই খালেদা জিয়ার ছোট ছেলে কোকো সহ দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ আর খালেদা জিয়ার পাচার করার সম্পত্তিরও তদন্ত হচ্ছে৷

https://p.dw.com/p/P2oJ
আবার তদন্তের মুখে খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি৷ এছাড়া বিরোধী দলের আন্দোলনের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধ এবং দুই ছেলেকে বাঁচানোর আন্দোলন হলে কঠোরভাবে তা দমন করা হবে৷

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে অপপ্রচারের জবাবে তিনি বলেন, সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার চক্রান্ত চলছে৷ সরকারের ঘোষনা অনুযায়ী দুর্নীতিবাজদের বিচার করা হবে৷ আর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোও এর বাইরে থাকবে না৷ তাঁর অভিযোগ, ক্ষমতার শেষভাগে বেগম খালেদা জিয়া সৌদি আরবে যাওয়ার সময় লাগেজ ভর্তি সম্পদ পাচার করেছেন৷ ওই সম্পদ ফিরিয়ে আনারও ব্যবস্থা হবে৷ পাচার করা সম্পদের ব্যাপারে তদন্ত চলছে৷

বিরোধী দলের পক্ষ থেকে ঈদের পর আন্দোলন করার হুমকির জবাবে হানিফ বলেন, জনগণের ইস্যু ছাড়া আন্দোলন কঠোর হাতে দমন করা হবে৷

‘‘শেখ হাসিনাকে জিয়াউর রহমানই রাজনীতি করার সুযোগ দেন'' – বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণের চাপের মুখে জিয়া তাঁকে দেশে ফিরতে দিতে বাধ্য হন৷ বিরোধী দলকে সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান হানিফ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন