1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খাম্বা রাজনীতি’ থেকে ‘পাইপলাইন রাজনীতি’

১৯ জুলাই ২০১০

খাম্বা রাজনীতির মতো এবার পাইপলাইন রাজনীতি৷ পর্যাপ্ত গ্যাস না থাকলেও বসানো হচ্ছে নতুন গ্যাস লাইন৷ অন্যদিকে, পুরনো যানবাহন উচ্ছেদ অভিযান চলছে ঢাকায়, বিপাকে সাধারণ মানুষ৷ রয়েছে পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে তদন্তের খবর৷

https://p.dw.com/p/OOYG
পুরনো যানবাহন উচ্ছেদের কারণে ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেছবি: picture-alliance/ dpa

গ্যাস নেই অথচ পাইপ লাইন

‘‘গ্যাস নেই, বসছে পাইপ লাইন'' - দৈনিক কালেরকন্ঠের শিরোনাম এটি৷ পত্রিকাটির কথায়, বিগত চারদলীয় জোট সরকার আমলে যেমন চলেছিল ‘খাম্বা রাজনীতি', এখন তেমনি চলেছে ‘পাইপলাইন রাজনীতি'৷ দেশে পর্যাপ্ত গ্যাস না থাকা সত্ত্বেও গ্যাস সরবরাহের জন্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে৷ এজন্য চার হাজার ৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প চলছে৷

টিপাইমুখ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, ‘‘বাংলাদেশকে না জানিয়ে টিপাইমুখ নিয়ে এগুবে না ভারত''৷ ভারতের পানিসম্পদ প্রতিমন্ত্রী ভিনসেন্ট এইচ পালা জানিয়েছেন এই তথ্য৷

ঢাকায় পুরনো যানবাহন উচ্ছেদ অভিযান

দৈনিক সমকালের শিরোনাম, ‘‘এত দুর্ভোগ''৷ পত্রিকাটির আশঙ্কা পুরনো যানবাহন উচ্ছেদের কারণে ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে৷ একইসঙ্গে বিকল্প ব্যবস্থা না করেই পুরনো যানবাহন উচ্ছেদ অভিযান নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে৷ রবিবার ঢাকায় এই অভিযান চলার সময় অফিসগামী সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বাড়তি বাস নামালেও তা পর্যাপ্ত ছিলনা৷ কেননা গণপরিবহন বিশেষজ্ঞদের মতে, ৪ হাজার পুরনো বাসের পরিবর্তে ৩৮টি নতুন বাস, যাত্রী হয়রানি কমাতে কোন ভূমিকা রাখতে পারছে না৷

পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে তদন্ত

দৈনিক প্রথম আলো লিখেছে, ‘‘পুলিশের হেফাজতে তিন মৃত্যু, তদন্ত কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়''৷ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কমিটিতে পুলিশের কোন সদস্যকে রাখা হয়নি৷ কমিটি আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে৷

রোহিঙ্গাদের ভোটার হবার চেষ্টা

প্রায় অর্ধ লাখ রোহিঙ্গার ভোটার হবার চেষ্টা ভেস্তে গেছে৷ নির্বাচন কমিশন তথ্য পুনঃযাচাইয়ের সময় তাদের ভোটার হবার আবেদন বাতিল করে দেয়৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম