খনি শ্রমিকদের | পাঠক ভাবনা | DW | 14.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

খনি শ্রমিকদের

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানে চিলির খনি শ্রমিকদের উদ্ধার নিয়ে প্রাত্যহিক অনুষ্ঠানে জলজ্যান্ত বিস্তারিত বিবরণ শুনে মনে হচ্ছিল আমাদের চোখের সামনে ..

যেন এক লোমহর্ষক চলচ্চিত্র৷ তপন ও চৈতালী ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

প্রিয় ডয়চেভেলে, শুরুতে শুভেচ্ছা রইল৷ বেশ কিছুদিন নেট কানেকশন না থাকায় আপনাদের সাথে যোগযোগ রাখতে পারি নাই এ জন্য সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত৷ আজ আপনাদের ওয়েবসাইটটি দেখলাম৷ ‘চিলির আটকেপড়া খনি শ্রমিকদের উদ্ধার সম্পন্ন’ সংবাদটি পড়ে সত্যি অবাক হলাম৷ চিলির উত্তরাংশের সান হোসে খনি গর্ভে আটকেপড়া ৩৩ শ্রমিককে অবশেষে তুলে আনা হলো ভূপৃষ্ঠে৷ আগস্টের পাঁচ তারিখ থেকে ভূগর্ভের অন্ধকার কূপে আটকে ছিলেন তারা৷ ঠিক ৬৯ দিনের মাথায় মিললো মুক্তি৷ তাদের এই মুক্তির মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হল, মানুষের অসাধ্য কিছুই নাই৷ ধন্যবাদ তাঁদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে খনি শ্রমিকদের উদ্ধার করেছেন৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ কুষ্টিয়া,বাংলাদেশ৷

জার্মানির দোকানেও যে পচা বাসি রাসায়নিক দ্রব্য মেশানো খাদ্যদ্রব্য পাওয়া যায় জানলাম গতকালে অনুষ্ঠান থেকে৷ মাইকেল ও নরেশ হালদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

আমি নতুন শ্রোতা৷ আপনাদের অনুষ্ঠানের মান এতো ভালো যে বলে শেষ করা যাবেনা৷ সবাইকে পূজোর শুভেচ্ছা৷ এসএমএসটি পড়ে শোনালে খুব খুশি হবো৷ রবীন্দ্রনাথ, কালীগঞ্জ, লালমনির হাট, বাংলাদেশ৷

জার্মানির বন থেকে প্রচারিত অনুষ্ঠান আমার খুব ভাল লাগে৷ এ অনুষ্ঠানে অনেক শিক্ষণীয় বিষয় আছে৷ অনুষ্ঠানের সাথে জড়িত সকলকে আমার ধন্যবাদ৷ মোঃ গাজজালী রহমান , রানীপুকুর, রংপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাসসহ বাংলা বিভাগের সকল কর্মী এবং ডয়চে ভেলের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক এবং আপনাদের মতামত পাতায় যারা নিয়মিত লিখছেন সবাইকে আমাদের এফএম লিসনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানাচ্ছি৷দিদারুল ইকবাল, তসলিমা আক্তার লিমা ও সদস্যবৃন্দ, মিরপুর, ঢাকা, বাংলাদেশ৷

আমার এসএমএসটা যদি পেয়ে থাকেন তাহলে দয়া করে পড়বেন৷ আমি নিয়মিত এফএম-এর সাথে থাকতে চাই৷ নজির আহমেদ আকাশ, ঘাসনিতলা, সিলেট, বাংলাদেশ৷

ডয়চে ভেলে আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে নতুন দরজা খুলে দিয়েছে৷ মোঃমাসুদ রানা, বাংলাদেশ৷