1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতায় টিকতে পারবেন তো ট্রাম্প?

২০ মার্চ ২০১৯

একাধিক তদন্তের মুখে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনাকল্পনা চলছে৷ প্রশ্ন উঠছে, তিনি আদৌ প্রথম কার্যকাল পূরণ করে পুনর্নিবাচনের পথে এগোতে পারবেন কিনা৷

https://p.dw.com/p/3FKyP
USA Donald Trump
ছবি: picture-alliance/Newscom/O. Douliery

ক্ষমতায় আসার প্রায় পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কারণে একাধিক তদন্তের মুখে পড়ছেন৷ অন্তবর্তী সংসদ নির্বাচনের পর নিম্ন কক্ষে বিরোধী ডেমোক্র্যাটিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তদন্তের সংখ্যা আরও বেড়ে গেছে৷ বলা বাহুল্য, এর ফলে ট্রাম্প নিজে অত্যন্ত বিরক্ত৷ তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করে এমন প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন৷ তাঁর মতে, এর আগে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন আক্রমণের মুখে পড়েননি৷

এই অবস্থায় সবার মানে একটাই প্রশ্ন – ট্রাম্প সবকিছু সামলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি? নাকি প্রথম কার্যকাল শেষ হবার আগেই ক্ষমতাচ্যুত হবেন তিনি? চাপের মুখে বিরক্ত হয়ে পদত্যাগের সম্ভাবনা নিয়েও জল্পনাকল্পনা শোনা যাচ্ছে৷ ট্রাম্প নিজে অবশ্য অবিচল থেকে দ্বিতীয় কার্যকালের প্রচার আগেভাগেই শুরু করে দিয়েছেন৷

ট্রাম্পের বিরুদ্ধে স্পেশাল কাউন্সেল রবার্ট মালারের তদন্তকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে৷ ২০১৬ সালে নির্বাচনি প্রচারের সময়ে ট্রাম্প টিম রাশিয়ার সঙ্গে অবৈধ যোগাযোগ রেখেছিল কিনা, এবং প্রেসিডেন্ট হবার পর ট্রাম্প সেই তদন্তে বাধা দিয়েছিলেন কিনা, প্রাক্তন এফবিআই প্রধান মালার সেই প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে পারবেন বলে বিভিন্ন মহল আশা করছে৷ এখনো পর্যন্ত ট্রাম্প-এর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেলেও সরাসরি প্রেসিডেন্ট-এর বিরুদ্ধে কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি৷

নিউ ইয়র্ক শহরে সরকারি কৌঁসুলিরা ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি তদন্তও চালাচ্ছেন৷ প্রচার অভিযানের সময় যৌন কেলেঙ্কারিতে  ধামাচাপা দিতে ট্রাম্প তাঁর তৎকালীন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোয়েনকে দিয়ে দুই নারীকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দিয়েছিলেন কিনা, সে বিষয়ে সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে৷

মার্কিন কংগ্রেসেও ট্রাম্পের বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে৷ এর মধ্যে নিম্ন কক্ষের আইন বিষয়ক কমিটি ৮১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সোমবারের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের প্রক্রিয়া শেষ করেছে৷ অসংখ্য নথিপত্র জমা পড়েছে বলে কমিটির সভাপতি জানিয়েছেন৷ তবে প্রেসিডেন্টের দুই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাই জ্যারেড কুশনার এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিরা কোনো নথিপত্র জমা করেছেন কিনা, তা এখনো জানা যায়নি৷ ট্রাম্প নিজের পদের অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর চেষ্টা করেছেন কিনা এবং রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে তদন্তে বাধা দেবার চেষ্টা করেছেন কিনা, এই কমিটি তা নিয়ে তদন্ত চালাচ্ছে৷ ক্ষমতাসীন রিপাবলিকান দল এমন উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে৷

মালার তাঁর চূড়ান্ত রিপোর্ট জমা দেবার পর তার কতটা অংশ প্রকাশ্যে জানা যাবে, তাও স্পষ্ট নয়৷ এক্ষেত্রেও সংসদে বিরোধীরা গোটা রিপোর্ট প্রকাশের জন্য চাপ সৃষ্টি করার হুমকি দিয়েছে৷ তাছাড়া রিপোর্ট জমা পড়লে তার কিছু উল্লেখযোগ্য অংশ ফাঁস হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

এসবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য