1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট বিশ্বকাপ শেষ হলেই অবসর নেবেন মুরলি

২১ জানুয়ারি ২০১১

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিচ্ছেন রেকর্ড ভাঙা ক্রিকেট খেলোয়াড় মুথাইয়া মুরলিথরন৷ শ্রীলংকার বোলার জানান,২০১১’র বিশ্বকাপে খেলার পর তিনি অবসর নেবেন৷

https://p.dw.com/p/100VH
শ্রীলংকা,প্রশিক্ষণ, মুথাইয়া মুরলিথরন, অবসর, আন্তর্জাতিক, ক্রিকেট, ভারত, টেস্ট ম্যাচ
বহু রেকর্ড ভেঙেছেন মুরলিথরনছবি: AP

কলম্বোর একটি মাঠে এখন চলছে শ্রীলংকা জাতীয় দলের প্রশিক্ষণ৷ সেই প্রশিক্ষণের এক ফাঁকে তিনি কথা বললেন সাংবাদিকদের সঙ্গে৷ জানালেন, ‘‘ এবারের বিশ্বকাপই আন্তর্জাতিক অঙ্গনে আমার শেষ খেলা৷ তারপরেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারে অবসর নিচ্ছি৷''

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট৷ যার আয়োজক বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকা৷

বিশ্বের নামকরা এই অফ স্পিনার বোলার টেস্টে ৮শ এবং ওয়ান ডে ক্রিকেটে ৫১৭ উইকেট নিয়েছে৷ গতবছর জুলাই মাসে ভারতের বিপক্ষে ওপেনিং ম্যাচ খেলার পরে তিনি টেস্ট ম্যাচ থেকে বিদায় নেন৷

এই অফ স্পিনার বলেন, আমার সময় হয়ে গেছে৷ আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে দু'বছরের খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছি৷ নিউজিল্যান্ডের সঙ্গেও একই ধরণের কাজ করতে চাই৷ এবং সম্ভবত ইংল্যান্ডের সঙ্গেও৷ তিনি বলেন, তবে আমি এখন বিশ্বকাপকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছি৷ যা শেষ হবে এপ্রিলের ২ তারিখে৷ আর এপ্রিল মাসটা মুরালির জন্য বেশ গুরুত্বপূর্ণ৷ কারণ, ১৯৭২ সালের ১৭ই এপ্রিল জন্ম হয়েছে এই উইকেটখেকোর৷

‘‘এটা আমার চতুর্থ বিশ্বকাপ৷ আমরা ১৯৯৬ সালে বিশ্বকাপে জিতেছিলাম এবং ২০০৭ সালে ফাইনালে গিয়েছিলাম৷ ব্যাপারটা স্মরণীয় এমনকি শ্রীলংকান ভক্তদের জন্যেও৷'' বলেছেন মুরলি৷

শ্রীলংকা ১২টি কাপ ম্যাচের আয়োজন করবে৷ যার মধ্যে তিনটি ম্যাচ হবে মুরলির জন্মস্থান ক্যান্ডি জেলায় অবস্থিত নতুন একটি স্টেডিয়ামে৷ নতুন এই স্টেডিয়ামে ২২ হাজার আসনের ব্যবস্থা রয়েছে৷ অন্যান্য নয়টি ম্যাচের খেলা হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম এবং দক্ষিণের হামবানটোটায়৷

যদিও গতবছর এমন কথা চাউর ছিল যে ভারতের অবসরপ্রাপ্ত স্পিনার অনিল কুম্বলের সঙ্গে অল্পবয়সীদের জন্য একটি স্পিন অ্যাকাডেমির কার্যক্রম শুরু করতে যাচ্ছেন৷ কিন্তু অবসরে যাবার পর তিনি কী কোচ হিসাবে নিজের কেরিয়ার গড়তে চান? এমন প্রশ্নের বিপরীতে মুরলির সাফ জবাব- না এখনি নয়, এত শিগগিরই কোচ হওয়ার কোন পরিকল্পনা আমারে নেই৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়