1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট দেখা একমাত্র কাজ

২ এপ্রিল ২০১১

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই-এ আজ অর্থাৎ শনিবার ক্রিকেট খেলা দেখা ছাড়া আর কোন কাজ করবে না লোকজন৷ মুম্বই তো বটেই, পাশাপাশি দক্ষিণ এশিয়ার সব দেশের ক্রিকেট ভক্তকেই টেলিভিশন সেটের সামনে থেকে সরানো সম্ভব হবে না আজ৷

https://p.dw.com/p/10mFD
ওয়াংখেড়ে স্টেডিয়াম৷ আজ এখানেই ক্রিকেটের মহারণ৷ছবি: picture-alliance/Photoshot

ক্রিকেট জ্বরে কাঁপছে সবাই৷ ভারতের মুম্বই-এ সব সরকারি কার্যালয় বন্ধ থাকবে আজ৷ তবে বেসরকারি সংস্থাগুলোতে কাজ হবে৷ বা বলা যায়, ভারত-শ্রীলঙ্কা লড়াই দেখার জন্যে বাড়ি কিংবা পাব-এ ছুটে যাবার আগে অন্তত কাজ করার চেষ্টা করা হবে৷

অনেকেই ইতোমধ্যে মানসচক্ষে ভারতের ‘হ্যাপি এন্ডিং' দেখতে শুরু করে দিয়েছে৷ সাথে রয়েছে মুম্বই তনয় শচীন তেন্ডুলকরের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির সম্ভাবনা৷ ক্রিকেটে একেবারেই নতুন সুনীল ভাবে৷ তিনি রয়টার্সকে বলেন, ‘‘আমরা সবাই শচীনের শততম সেঞ্চুরি দেখতে চাই''৷ তিনি বললেন, ‘‘এটাই শচীনের শেষ বিশ্বকাপ বলে মনে করা হচ্ছে, এবং তাই হওয়া উচিৎ''৷ তবে একটা ব্যাপারে সংশয় প্রকাশ করে তিনি বললেন, ‘‘তেন্ডুলকর হয়তো শততম সেঞ্চুরি ঠিকই করলেন কিন্তু দল জিতলো না৷ তবে তিনি যদি ৯৯ রান করেন এবং ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে আমি কিছু মনে করবো না৷''

বিশ্বকাপ ফাইনালের ফলাফল জানার জন্যে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে৷ ১৭- ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয় বাংলাদেশে৷ শনিবারের খেলার মধ্যে দিয়ে দেড়মাস ব্যাপী ক্রিকেট উত্তেজনার সমাপ্তি ঘটতে যাচ্ছে সে কথা না বলে বলতে হয়, এই প্রিয় ক্রিকেট উত্তেজনা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন ক্রিকেট প্রেমীরা৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়