1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটারদের জন্য প্রশিক্ষণ সামগ্রী কিনছে বিসিবি

১৬ আগস্ট ২০১০

বিভিন্ন ক্লাবকে আর্থিক সুবিধা দিয়ে থাকে দেশের ক্রিকেট নির্ধারণী সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ তবে সেসব সুবিধার কতটুকু ক্রিকেটাররা পান সেটি নিয়ে প্রশ্ন রয়েছে৷ এবার ক্রিকেটারদের জন্যও সুযোগ সুবিধা দিতে যাচ্ছে বিসিবি৷

https://p.dw.com/p/OoM7
Cricket Ball

জাতীয় লিগের ছয়টি দল ছাড়াও প্রিমিয়ার লিগে খেলে থাকে আরও ১২টি দল৷ এসব দলের অনেক ক্রিকেটার থাকলেও তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা দিতে পারে না ক্লাবগুলো৷ এজন্য বেশিরভাগ ক্রিকেটারকে ধর্ণা দিতে হয় সরাসরি বিসিবির কাছে৷ কিন্তু সব ক্রিকেটারই সেই সুযোগ পান না৷ ফলে অনেক তরুণ কিন্তু মেধাবী ক্রিকেটার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুবিধা থেকে বঞ্চিত৷ তাই বিসিবি এইসব ক্রিকেটারদের জন্য প্রশিক্ষণ সামগ্রী কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ বিসিবির ডেভেলপমেন্ট কমিটি জানিয়েছেন, ক্রিকেটারদের জন্য ৩২ রকমের সামগ্রী কেনা হবে৷

বিসিবির টুর্নামেন্ট কমিটির সম্পাদক হাফিজুর রহমান ইতিমধ্যেই জানিয়েছেন যে ঘরোয়া ক্রিকেটে সুযোগ সুবিধা বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছে বিসিবি, এই উদ্যোগ হচ্ছে তার প্রথম পদক্ষেপ৷

অন্যদিকে টুর্নামেন্ট কমিটির প্রধান ও সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, কেবল ক্লাব নয় একইসঙ্গে বিসিবির বয়সভিত্তিক দল এবং আকাডেমির জন্য প্রশিক্ষণ সামগ্রী কেনা হচ্ছে৷ তিনি আরও বলেন, দল গঠন এবং প্রশিক্ষণ ক্যাম্প চালাতে বড় অংকের টাকা খরচ করতে হয় ক্লাবগুলোকে৷ সবদিক বিবেচনা করে প্রথমদিকে নির্দিষ্ট কিছু ক্লাবকে প্রশিক্ষণ সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানা গেছে, নতুন প্রশিক্ষণ সামগ্রীর বেশিরভাগই আসছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে৷ তবে স্থানীয় বাজার থেকেও অল্প কিছু কেনা হবে বলে জানা গেছে৷ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই উঠে আসেন মফস্বল থেকে৷ তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন দেখলেও সেই মানের প্রশিক্ষণ সুবিধা কিন্তু কখনোই পান না৷ বিসিবির নতুন এই উদ্যোগ যে তাঁদের প্রতিভা বিকাশে সহায়তা করবে সেটা বলাই বাহুল্য৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়