1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্রসফায়ার’-এর দায়ে ১২ পুলিশকে আটকের নির্দেশ

১৩ মে ২০১০

‘ক্রসফায়ার’ এর দায়ে নাটোরে ১২ পুলিশসহ ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ৷ একইদিনে পুলিশের সঙ্গে অপর একটি বন্দুকযুদ্ধে নিহত এক ব্যক্তি৷ রয়েছে তাঁত শিল্পে ধর্মঘটের খবর৷ বাদ নেই ব্রিটেনের নির্বাচনের কথাও৷

https://p.dw.com/p/NMZx
নিরাপত্তা বাহিনীর ‘ক্রসফায়ার’ চলছেই (ফাইল ফটো)ছবি: DPA

ক্রসফায়ার

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘‘নাটোরে ‘ক্রসফায়ার'-এর নামে হত্যার অভিযোগ, ১২ পুলিশসহ ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ''৷ পত্রিকাটির দাবি, নাটোরে এক সার ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে পুলিশ৷ এরপর খুনের ঘটনা ধামাচাপা দিতে অন্য সব ঘটনার মতো ক্রসফায়ারের গল্প সাজানো হয়৷ কিন্তু বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, এ ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড৷ আর তাই এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশসহ ১৯জনকে আটকের আদেশ দিয়েছে আদালত৷

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম দিয়েছে একই ধরণের আরেক খবর৷ শিরোনাম, ‘‘‘বন্দুকযুদ্ধে' নিহত রাহাতকে পুলিশ ও সাংবাদিক হত্যাকারী বলছে পুলিশ''৷ রাজধানীর পল্লবীতে বুধবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন এক ব্যক্তি৷ পরে পুলিশ জানিয়েছে, নিহতের নাম রাহাত৷ সে পেশায় ছিনতাইকারী এবং এক পুলিশ ও এক সাংবাদিককে হত্যার সঙ্গে জড়িত ছিল৷ এই দু'জনকে রাহাতের দল কিভাবে হত্যা করেছে তারও বিশদ বিবরণ প্রকাশ করেছে বিডিনিউজ৷

তাঁত শিল্পের ধর্মঘট

বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সুবিধাসহ ৬ দফা দাবিতে তাঁত বন্ধ রেখে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তাঁত মালিকরা৷ দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে এই খবরটিকে৷ গত বছর বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ হয়ে যায়৷ এরপর সুতার দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়৷ আর তাই উপায়ান্তর না দেশে ধর্মঘট ডাকল তাঁত মালিকরা৷

ব্রিটেনের নির্বাচন

অধিকাংশ জাতীয় দৈনিক প্রথম পাতায় জায়গা দিয়েছে এই খবরটিকে৷ দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে প্রথম জোট সরকার'৷ দৈনিক কালের কন্ঠ জানাচ্ছে, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ক্যামেরন'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী