1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে আইনি লড়াই শেষ

১ ডিসেম্বর ২০১০

ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে খালেদা জিয়ার আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আদালতের ওপর আস্থা না থাকায় খালেদা জিয়া মামলাটি চালাননি৷

https://p.dw.com/p/QN2a
শেষরক্ষা হল নাছবি: Mustafiz Mamun

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদার বাড়ি নিয়ে সব আইনি লড়াই শেষ হল৷ বুধবার খালেদা জিয়ার আইনজীবীদের পক্ষে মামলাটি পরিচালনা না করার কথা জানানো হলে উপন্থাপন করা হয়নি বলে আপিল বিভাগ তা খারিজ করে দেন৷ অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই আদেশের মধ্য দিয়ে খালেদার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে আর কোন মামলা থাকল না৷ এখন সরকার বাড়িটি যেকোন কাজে লাগাতে পারে৷ তিনি সরকারি সম্পত্তি কোন ব্যক্তিকে লিজ দেয়ারও সমালোচনা করেন৷

আদালতে হাজির না থাকলেও পরে সংবাদ সম্মেলন করে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আপিল বিভাগের বিচারপতিদের প্রতি খালেদা জিয়ার আস্থা নেই৷ কারণ প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা ৫ম সংশোধনী মামলার রায়ে জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী বলেছেন৷ তাই খালেদা জিয়া ন্যায় বিচার না পাওয়ার আশংকায় মামলাটি চালাতে চাননি৷

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, মামলায় হেরে যাওযার পর এগুলো হচ্ছে মওদুদ আহমেদের উর্বর যুক্তি৷

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার স্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িটি লিজ দেয়া হয়৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটির লিজ বাতিল করে ক্যান্টনমেন্ট বোর্ড৷ এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে খালেদা জিয়া হেরে যান৷ গত ১৩ই নভেম্বর তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়৷ সেই উচ্ছেদের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করেছিলেন বেগম খালেদা জিয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক