1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরীয় উপত্যকার ব্যাপারে আশাবাদী ট্রাম্প

৭ নভেম্বর ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এশিয়া সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন তাঁকে প্রেসিডেন্ট ভবনে স্বাগত জানান৷

https://p.dw.com/p/2n9vW
Südkorea Donald Trump und Moon Jae-in
ছবি: Reuters/J. Ernst

উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনার বিষয়টি তাঁর সফরে মূল বিষয় হিসেবে প্রাধান্য পাবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প৷ তিনি আশা করছেন, সাম্প্রতিক সময়ে ঐ অঞ্চলে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শান্তিপূর্ণভাবে প্রশমন করা সম্ভব হবে৷ এই বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

প্রেসিডেন্ট ভবনে ট্রাম্পকে স্বাগত জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্টের এই সফর উত্তর কোরিয়াকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনের একটি সুযোগ৷ ‘‘আমি জানি আপনি আপনার নিরাপত্তা বিষয়ক অ্যাজেন্ডায় এই বিষয়টি সবচেয়ে আগে রেখেছেন'', ট্রাম্পের উদ্দেশে বলেন মুন৷

এশিয়া সফরে এসে এখনও পর্যন্ত ট্রাম্প উত্তর কোরিয়া ও তার নেতা কিম জং উনের বিরুদ্ধে অগ্নিগর্ভ ভাষা ব্যবহার করেননি৷ এর আগে তিনি প্রয়োজনে উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস' করে দেয়া হবে বলে জানিয়েছিলেন৷ এছাড়া কিম জং উনকে তিনি ‘লিটল রকেট ম্যান' বলে আখ্যায়িত করেছিলেন৷

তবে এশিয়া সফরে প্রথম দেশ হিসেবে জাপানে গিয়ে ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেননি৷ উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে তিনি ‘সভ্য বিশ্ব, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি' বলে মন্তব্য করেছেন৷

এদিকে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে উত্তর কোরিয়া যেন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে না পারে তার প্রস্তুতি হিসেবে কংগ্রেসের কাছে আরও চার বিলিয়ন ডলার চেয়ে সোমবার একটি প্রস্তাব পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্পের চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন্স সফরে যাওয়ার কথা রয়েছে৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য