1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোপা অ্যামেরিকার ফাইনালে ব্রাজিল

৬ জুলাই ২০২১

পেরুকে এক গোলে হারিয়ে কোপা অ্যামেরিকার ফাইনালে পৌঁছাল ব্রাজিল। এই নিয়ে ২১ বার।

https://p.dw.com/p/3w4om
কোপা অ্যামেরিকার ফাইনালে ব্রাজিল।ছবি: Eraldo Peres/AP Photo/picture alliance

গতবার পেরুর সঙ্গেই ফাইনালে ফেলতে হয়েছিল ব্রাজিলকে। এবার দুই টিম মুখোমুখি হয় সেমিফাইনালেই। কিন্তু নেইমারের ব্রাজিল ১-০ গোলে হারিয়ে দিল পেরুকে। নেইমার নিজে গোল করতে পারেননি ঠিকই, তবে পাকুয়েটাকে দিয়ে গোল করান।

খেলা তখন ৩৫ মিনিট গড়িয়েছে। নেইমার পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতেই তাকে ঘিরে ফেলেন পেরুর ডিফেন্ডাররা। নেইমার বল দেন পাকুয়েটাকে। তিনি ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন। সেই বল গোলে ঠেলে দিতে ভুল করেননি তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। পরপর আক্রমণ করছিলেন নেইমাররা। কিন্তু পেরুর গোলরক্ষক দুর্ভেদ্য হয়ে ওঠায় গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধে পেরু চাপ বাড়াতে থাকে। বারবার আক্রমণ করে। কিন্তু তারা গোল পায়নি।

এই নিয়ে ২১ বার কোপার ফাইনালে ব্রাজিল। এর আগে নয়বার টুর্নামেন্ট জিতেছে তারা। বুধবার অপর সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ। তাতে আর্জেন্টিনা জিতলে ফাইনালে মেসি বনাম নেইমারের লড়াই দেখবে ফুটবলবিশ্ব।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)