1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কোন কিছুই ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরাতে পারবে না’

২ এপ্রিল ২০১০

বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে ইরানের প্রতি যখন নতুন করে অবরোধ আরোপের কথা বলা হচ্ছে, ঠিক তখনি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কোন কিছুই তাদেরকে এই পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে রাখতে পারবে না৷

https://p.dw.com/p/MmG2

পরমাণু আলোচনার বিষয়ে নিযুক্ত ইরানের এক শীর্ষ আলোচক পরমাণু কর্মসূচি থেকে সরে না আসার কথাই বলেছেন শুক্রবার৷ বেইজিং এ চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং জিয়াসির সঙ্গে আলোচনাকালে এই কথাটিই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সাঈদ জালিলি৷ বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, বৈঠকের পর জালিলি বলেছেন, দুই পক্ষ একমত হয়েছে যে এ ধরণের কোন অবরোধ কার্যকারিতা আনতে পারে না৷

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে চীন উদ্বিগ্ন৷ চীন এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছে৷ কূটনৈতিক উপায়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে তারা কাজ করছে৷

চীনা প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শুক্রবার প্রায় ঘন্টাধিকাকালের টেলিফোন আলাপের পর ইরান এবং চীনের পক্ষ থেকে এই বক্তব্য আসলো৷ ওয়াশিংটন থেকে বেইজিং এ ফোন করে প্রেসিডেন্ট ওবামা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে ইরানকে বাধ্য করতে চীনের সহযোগিতা চেয়েছেন৷

সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ওবামা বলেন, ‘আমি আগেই বলেছি, কোন বিকল্প উপায়কে আমরা আমাদের টেবিল থেকে সরিয়ে ফেলিনি৷ আমরা সব কিছুই বিবেচনা করছি এবং প্রয়োগ করার চেষ্টা করছি৷ এর ফলে তারা কি ধরণের প্রতিক্রিয়া দেখায় তা আমরা দেখতে চাই৷ আমরা যাই করি না কেন তা আন্তর্জাতিক সম্প্রদায়ের রায় মেনেই করা হবে৷'

Obama setzt Gespräche mit Chinas Präsident Hu fort
বেইজিং পরিদর্শনকালে বারাক ওবামা এবং হু জিনতাও (ফাইল ছবি)ছবি: DPA

তথ্য উপাত্তের কথা এবারও বলেছেন বাবাক ওবামা৷ বলেন, আমাদের কছে যে তথ্য প্রমাণ আছে, তার উপর ভিত্তি করে বলা যায়, পরমাণু কর্মসূচির আড়ালে আসলে ইরাক পরমাণু অস্ত্র তৈরি করতেই চাইছে৷

বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, চীনা সরকার এই বিষয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আরও আলোচনা করতে চায় চীন৷ চলতি মাসের মাঝামাঝি ওয়াশিংটনে অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট হু যোগ দেবেন এবং সেখানেই এ নিয়ে চীনের অবস্থান পরিস্কার করবেন তিনি৷

মার্কিন প্রেসিডেন্টের এই যোগাযোগে বিষয়টিতে স্পষ্ট হয়েছে যে অ্যামেরিকা চাইছে নিরাপত্তা পরিষদে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন যেন ভিটো প্রয়োগ না করে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক