1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে হবেন জার্মান ফুটবল দলের ক্যাপ্টেন ?

১৯ মে ২০১০

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আসরে মিশায়েল বালাক খেলতে পারবেন না – এই কঠিন বাস্তব এখনো যেন মেনে নেওয়া যাচ্ছে না৷ তবে বিকল্প ক্যাপ্টেন খোঁজার কাজও থেমে নেই৷

https://p.dw.com/p/NRmm
বিশ্বকাপের ঠিক আগে বালাক’এর এমন অবস্থা কল্পনাও করা যায় নিছবি: picture alliance/dpa
Deutschland Fußball Philipp Lahm mit Gesundheitsmedaille
ফিলিপ লামছবি: AP

জার্মান জাতীয় দলের কোচ ইয়োআখিম ল্যোভ'কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে৷ নতুন ক্যাপ্টেন কে হবেন, আগামী ২৯শে মে হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচের আগেই হয়তো তা জানা যাবে৷ আপাতত তিন জনের নাম শোনা যাচ্ছে৷ এ তিন জনেই বায়ার্ন মিউনিখ ক্লাবে খেলেন৷ এঁরা হলেন মিরোস্লাভ ক্লোজে, ফিলিপ লাম এবং বাস্টিয়ান শ্ভাইনস্টাইগার৷ তবে গত বৃহস্পতিবার মাল্টার বিরুদ্ধে ম্যাচে যিনি জার্মান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন, সেই আর্নে ফ্রিডরিশ'কে ক্যাপ্টেন করার সম্ভাবনা ক্ষীণ বলে ধরে নিচ্ছেন পর্যবেক্ষকরা৷

Deutschland Fußball Bundesliga FC Bayern München Sorgen um Schweinsteiger Rätselhafte Entzündung
বাস্টিয়ান শ্ভাইনস্টাইগারছবি: picture-alliance/ dpa

ফুটবল জগতের বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের পছন্দের প্রার্থীর প্রতি নানাভাবে সমর্থন জানাচ্ছেন৷ বায়ার্ন দলের কোচ লুই ফান খাল ফিলিপ লাম'কে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চান৷ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় স্টেফান এফেনব্যার্গ মনে করেন, বাস্টিয়ান শ্ভাইনস্টাইগারই এই পদের উপযুক্ত প্রার্থী৷ তবে মিরোস্লাভ ক্লোজে'র প্রতি তেমন প্রকাশ্য সমর্থন দেখা যাচ্ছে না, যদিও বালাক'এর বিদায়ের পর তাঁরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সবচেয়ে বেশি৷

WM 2010 Qualifikation Deutschland Finnland Klose
মিরোস্লাভ ক্লোজেছবি: AP

সবার দৃষ্টি এখন কোচ ল্যোভ'এর দিকে৷ প্রধান গোলকিপার এবং ক্যাপ্টেন – এই দুই পদের প্রশ্নেই তাঁকে মনস্থির করতে হবে৷ তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে অতিরিক্ত চাপ নিতে রাজি নন তিনি৷ আপাতত তিনি ইটালির সিসিলি দ্বীপে দলের অনুশীলন নিয়েই ব্যস্ত রয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ