1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুমির আছে এমন নদীতে সাঁতার নিষিদ্ধ

৩১ আগস্ট ২০২০

জার্মানির একটি নদীতে কুমির দেখা গেছে৷ গত শুক্রবার থেকে সেই কুমিরকে খুঁজে বেড়াচ্ছে জরুরি সার্ভিস৷ এবং সে কারণে ছোট নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে৷

https://p.dw.com/p/3hoFn
ছবি: picture-alliance/dpa/S. Willnow

জার্মানির পূর্বাঞ্চলের উনস্ট্রুট নদীতে কুমির দেখা দেখা গেছে যা বার্তা সংস্থা ডিপিএ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে৷ এই কুমির জার্মানি বা ইউরোপের নয়৷ এই ছোট নদীটিতে জার্মানির জরুরি সার্ভিস গত শুক্রবার থেকেই একটি জীবন্ত কুমিরের সন্ধান করছে৷ বার্লিন থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত বুর্গেনল্যান্ডের কমিশনার গ্যোত্স উলরিশ আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ ঘোষণা করেছেন৷ গতকাল রোববার তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘‘সফল না হলেও কুমির খুঁজতে থাকুন, কুমিরের কোনো চিহ্ন না পেলে সাঁতার কাটার জন্য নদী খুলে দেওয়া হবে, নৌকা চালানোও সম্ভব হবে৷ তবে আমি স্যাক্সোনি-আনহালট রাজ্যের পুরো উনস্ট্রুট-এ গোসল করা নিষিদ্ধ করছি এবছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত৷’’

এদিকে পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন৷

ক্রিস্টি প্ল্যাডসন /এনএস

২০১৮ সালের জানুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য