1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরী হেনার মৃত্যু ‘হত্যাজনিত’

১০ ফেব্রুয়ারি ২০১১

হেনার মরদেহে আঘাতের চিহ্ন৷ দ্বিতীয় ময়নাতদন্ত বলছে ‘হত্যাজনিত’ মৃত্যু হয়েছে তার৷ রয়েছে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের খবর৷ আর পুঁজিবাজারে অস্থিরতা নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/10EqT
প্রতীকী ছবিছবি: picture-alliance / dpa / dpaweb

হেনা হত্যাকাণ্ড

‘আঘাতের দাগ হেনার শরীরে' - শিরোনাম করেছে দৈনিক সমকাল৷ দ্বিতীয় ময়নাতদন্তে কিশোরী হেনা আক্তারের দেহে বেশ কয়েকটি জখমের চিহ্ন পাওয়া গেছে৷ হেনার মৃত্যু ‘হত্যাজনিত' বলেও উল্লেখ করা হয়েছে দ্বিতীয় ময়নাতদন্তে৷ অথচ প্রথম ময়নাতদন্তে হেনার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়েছিল৷ এমনকি সেই ময়নাতদন্তে হেনার সঙ্গে তার চাচাতো ভাইয়ের প্রেমের কথা বলা হয়েছিল৷ যা আসলে ময়নাতদন্তে প্রকাশের মতো কোন বিষয় নয়৷

একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘হেনার মৃত্যু ভিন্ন খাতে নেয়ার চেষ্টা: হাইকোর্ট'৷ প্রথম ও দ্বিতীয় দফা ময়নাতদন্তের ফলাফলে ব্যাপক পার্থক্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারকরা৷ আদালতের মন্তব্য, হেনার প্রথম ময়না তদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা মামলাটিকে ভিন্নখাতে নেয়ার জন্যই অতি উৎসাহী হয়ে কাজ করেছেন৷ এদিকে, এই ঘটনা সম্পর্কে জানতে হেনার বাবা ও বোনকে আদালতে তলব করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার তারাসহ স্থানীয় প্রশাসন ও আটককৃত ফতোবাজদের আদালতে হাজির করা হবে৷

উন্নয়ন বন্ধ রেখে খাদ্য আমদানি

দৈনিক প্রথম আলোসহ কয়েকটি পত্রিকা এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘প্রয়োজনে উন্নয়ন বন্ধ রেখে খাদ্য আমদানি করা হবে'৷ সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘‘খাবারের জন্য মানুষকে কষ্ট পেতে দেব না৷ যেকোনো মূল্যে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা হবে''৷ এসময় শেখ হাসিনা বিভিন্ন দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানির একটি হিসাবও তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘ভারতসহ তিনটি দেশ থেকে সাত লাখ টন চাল এবং রাশিয়াসহ দুটি দেশ থেকে আড়াই লাখ টন গম আমদানি করা হচ্ছে''৷ এছাড়া শেয়ারবাজারে বুঝিশুনে বিনিয়োগের পরামর্শ দেন শেখ হাসিনা৷

শেয়ারবাজারের অস্থিরতা

দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ‘পুঁজি বাজারে অস্থিরতা কাটছে না, দিনভর বিক্ষোভ'৷ বুধবার দিনভর উত্থান-পতনের মধ্যে দিয়ে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়৷ শেষ মুহূর্তে সূচকেও বড় ধরনের পতন দেখা দেয়৷ এতে বিনিয়োগকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য