1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের উপর ক্ষেপণাস্ত্র

২৯ আগস্ট ২০১৭

মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে৷ জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে উড়ে সেটি সমুদ্রে আছড়ে পড়েছে৷ এমন প্ররোচনার মুখে তীব্র ক্ষোভে ফেটে পড়ছে জাপান৷

https://p.dw.com/p/2j04t
জাপানের উপর দিয়ে উড়ে গেল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র
ছবি: picture-alliance/dpa/kyodo

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং-এর কাছ থাকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়৷ ৫৫০ কিলোমিটার সর্বোচ্চ উচ্চতায় প্রায় ২,৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছে ‘হোয়াংসং ১২'৷ হোক্কাইডো দ্বীপের কেপ এরিমো-র উপর দিয়ে সেটি উড়ে যায়৷

সে সময়ে জাপানের উত্তরে মানুষকে সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছিল৷ বেশ কিছু সময়ের জন্য রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছিল৷ জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির জাপানে আঘাত করার কোনো আশঙ্কা না থাকায় সেটিকে থামানোর কোনো চেষ্টা করা হয়নি৷ উল্লেখ্য, ২০০৯ সালে শেষবার উত্তর কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র জাপান অতিক্রম করেছিল৷ সেই রকেট একটি যোগাযোগের স্যাটেলাইট কক্ষপথে নিয়ে যাচ্ছিল বলে সে দেশ দাবি করে৷

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপ জাপানের জন্য অভূতপূর্ব ও কঠিন হুমকি৷ তিনি জানান, উত্তর কোরিয়ার কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে৷ জাপানের জনগণের নিরাপত্তার জন্য সরকার সব পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেন আবে৷

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ দুই নেতাই উত্তর কোরিয়ার উপর আরও চাপ সৃষ্টি করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন৷ বিষয়টি নিয়ে আলোচনা করতে জাতিসংঘে জরুরি বৈঠক ডেকেছে জাপান৷ নিরাপত্তা পরিষদ সম্ভবত মঙ্গলবারই এ বিষয়ে আলোচনা করবে৷

গত কয়েক দিনে গোটা অঞ্চলে সামরিক তৎপরতা বেড়ে গেছে৷ দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১১ দিন ধরে যৌথ মহড়া চালিয়েছে৷ এর আওতায় দক্ষিণ কোরিয়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল৷ উত্তর কোরিয়া এই পদক্ষেপের কড়া সমালোচনা করে প্রতিশোধের হুমকি দিয়েছিল৷ শনিবারই সে দেশ জাপান সাগরে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে উত্তর কোরিয়ার প্রতি বেশ নরম মনোভাব দেখিয়েছিলেন৷ জুলাই মাসের পর থেকে কোনো সামরিক পরীক্ষা না চালিয়ে সে দেশ যে সংযম দেখিয়েছে, পরোক্ষভাবে তার প্রশংসা করেছিলেন তিনি৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য