1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কালোবাজারির কবলে টুনা মাছের অস্তিত্ব বিপন্ন

১৭ নভেম্বর ২০১০

বিশ্বের সবচেয়ে অপরাধ প্রবণ খাতগুলোর অন্যতম মৎস্য শিল্প৷ এই শিল্পের কালোবাজারি থেকে এতো বেশি অর্থ আসে যে এটাকে মাদক চক্রের সাথে তুলনা করেছেন সমুদ্র বিজ্ঞানী ডানিয়েল পাউলি৷ এবার প্রকাশিত হলো টুনা মাছ পাচারকারি চক্রের তথ্য৷

https://p.dw.com/p/QAzB
টুনা মাছ কি বিলুপ্ত হয়ে যাবে?ছবি: AP

অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক গোষ্ঠী - আইসিআইজে'র দীর্ঘ সাত মাসের প্রচেষ্টায় উন্মোচিত হয়েছে অবৈধভাবে টুনা মাছ পাচারকারী চক্রের কর্মকাণ্ডের ছবি৷ এমনকি এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে মদদ যুগিয়ে যাচ্ছেন বেশ কিছু দেশের শীর্ষ পর্যায়ের আমলা ও নেতারাও৷ দেখেও না দেখার ভান করছেন তাঁরা৷ আইসিআইজে'র প্রতিবেদনে আরো বলা হয়, ১৯৯৮ থেকে ২০০৭ সালের মধ্যে হাজার হাজার টন টুনা মাছ অবৈধভাবে ধরা এবং পাচার করা হয়েছে৷ এসময় টুনা মাছের কালোবাজারি হয়েছে কমপক্ষে ২.৯ বিলিয়ন ইউরোর৷

Roter Thunfisch Frankreich Greenpeace Protest
টুনা মাছ বাঁচাতে চলছে আন্দোলনছবি: AP

উল্লেখ্য, বিশ্বে টুনা মাছের যে চাহিদা তার অধিকাংশই আসে জাপানের বাজার থেকে৷ আর জাপানের ব্যবসায়ীরা নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি টুনা মাছ পাচার করতে টুনা মাছের প্যাকেটে লাগিয়ে দিচ্ছে ভুয়া অন্য কোন মাছের নাম৷ জানা গেছে, একটি বড় আকারের টুনা মাছ তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে৷ এর ওজন হতে পারে ৫০০ কিলোগ্রামেরও বেশি৷ আর এর দাম ওঠে ৭১ হাজার ইউরো পর্যন্ত৷

এই প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন ফ্রান্স, স্পেন, ইটালি, তুরস্ক এবং জাপানের মতো দেশগুলোর মৎস্যজীবী, মাছের ব্যবসা প্রতিষ্ঠান, সরবরাহকারী থেকে মন্ত্রীবর্গ পর্যন্ত অনেকেই৷ এমনকি এই পাচার প্রক্রিয়া এতোটাই সূক্ষভাবে এবং ছদ্মবেশে সম্পন্ন হচ্ছে যে, কোন ভোক্তা, কোন ব্যবসায়ী কিংবা কোন সরকারও নিশ্চিত করে বলতে পারবে না যে, তারা সত্যি বৈধভাবে ধরা কিংবা আমদানি করা টুনা মাছ পাচ্ছে কিনা৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত কোটার চেয়ে বেশি পরিমাণ টুনা মাছ ধরার ফলে গত চার দশকে এই মাছের পরিমাণ প্রায় তিন চতুর্থাংশ কমে গেছে৷ অথচ সামুদ্রিক খাদ্য চক্রের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই টুনা মাছ৷ ফলে নিয়ম ভেঙে এই মাছ ধরা এবং পাচার সামুদ্রিক খাদ্য চক্রের জন্যও বড় হুমকি৷

Flash-Galerie EU verbietet Thunfischfang im östlichen Atlantik und im Mittelmeer
সমুদ্রের গভীরে টুনা মাছছবি: picture-alliance/dpa

যাহোক, এই শিল্পের সংকট ও তার সমাধান খুঁজতে গত সপ্তাহেই বৈঠক করল টুনা মাছ শিল্পের উপর নজরদারি সংস্থা আইসিসিএটি৷ তাই টুনা মাছের কালোবাজারি রুখতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য সংস্থাটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে আইসিআইজে এবং প্রকৃতি রক্ষায় আন্তর্জাতিক তহবিল ডাব্লিউডাব্লিউএফ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক