1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্বন নিঃসরণের রেকর্ড

৩১ মে ২০১১

বিশ্বজুড়ে যখন আলোচনা চলছে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে, তখন খবর এলো গত বছর রেকর্ড পরিমাণ কার্বন বাতাসে মিশেছে৷

https://p.dw.com/p/11R0M
smoke pours out of smokestacks at a heating station that provides gas to central Kiev. Ukraine and Russia head into the Copenhagen summit with credits for billions of tons of carbon dioxide they no longer belch, thanks to the collapse of the Soviet industrial machine that gave them favorable terms under the 1997 Kyoto Protocol. (AP Photo/Efrem Lukatsky) In this photo taken Jan. 6, 2006,
ছবি: AP Photo/Efrem Lukatsky

প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) বলছে, গত বছর রেকর্ড ৩০.৬ গিগাটন কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে মিশেছে৷ যেটা আগের রেকর্ডের চেয়ে পাঁচ শতাংশ বেশি৷ ঐ রেকর্ডটা ছিল ২০০৮ সালের৷ তবে আর্থিক মন্দার কারণে পরের বছর অর্থাৎ ২০০৯ সালে কার্বন নিঃসরণ কমে গিয়েছিল৷

আইইএ'র প্রধান অর্থনীতিবিদ ফাতিহ বিরোল বলছেন, জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা৷ কিন্তু ২০১০ এর তথ্য পাওয়ার পর মনে হচ্ছে এটা কেবলই একটি সুন্দর স্বপ্ন৷

এদিকে লন্ডন স্কুল অব ইকোনোমিকস'এর অধ্যাপক লর্ড স্টার্ন বলছেন, এ পরিস্থিতি চলতে থাকলে পরিণতি হবে ভয়াবহ৷ তিনি বলেন, ‘‘বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়লে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে৷ বহু মানুষ বাস্তুচ্যুত হবে৷ ফলে পৃথিবী হয়ে উঠবে সংঘাতময়৷''

অবশ্য বিশ্ব নেতারা একমত হয়ে এই মুহূর্ত থেকে চেষ্টা শুরু করলে পৃথিবীকে এই মহা দুর্যোগের হাত থেকে বাঁচানো সম্ভব বলে বিশ্বাস করেন আইইএ কর্মকর্তা বিরোল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস