কার্টুন ছবি ভালোবাসি | পাঠক ভাবনা | DW | 15.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কার্টুন ছবি ভালোবাসি

আমি স্কুল থেকে এসে বাবার মোবাইলে প্রতিদিন তোমাদের ওয়েবসাইট দেখি৷ গতকাল কার্টুন বিষয়ে ছবি দেখে খুব খুশি হয়েছি৷

মাঝে মাঝে আমাদের মত ছোটদের বিষয়ও ওয়েবসাইটে দেবে৷ আমি কার্টুন দেখি বলে বাবা বকাবকি করে থাকে৷ তোমরা কি কিছু বলবে আমার জন্য? অর্পণ চট্টোপাধ্যায়, শাহানগর, মুর্শিদাবাদ৷ kanchan.notun@gmail.com

আমি ডয়চে ভেলে বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা৷ আমি নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি আপনাদের ওয়েবসাইট দেখে থাকি৷ ডয়চে ভেলের ওয়েবসাইট খুবই সমৃদ্ধ৷ বাংলা ভাষায় যত ওয়েবসাইট বর্তমানে চালু রয়েছে, তার মধ্যে ডয়চে ভেলের ওয়েবসাইট সর্বশ্রেষ্ঠ৷ সব ধরনের সংবাদের চাহিদা মেটাতে ডয়চে ভেলের ওয়েবসাইট শ্রেষ্ঠ৷ হেল্থলাইন অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়৷ এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি, যা আমাদের অনেক উপকারে আসে৷ তাই হেল্থলাইন অনুষ্ঠানটির জন্য বরাদ্দকৃত সময় আরও বাড়ানোর অনুরোধ রাখছি৷ মোঃ আখতারুজ্জামান, জলাই ডাংগা, পীরগঞ্জ, রংপুর৷

গতকাল রাতের অধিবেশনে জার্মানদের ইন্টারনেট ব্যবহার ও মনোবিজ্ঞানীদের মতামত সম্পর্কে জানলাম বেশ ভালো লাগলো৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

বাংলা বিভাগের সবার জন্য রইল বিশ্ব ভালবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা৷ আশা করি, সবাই ভাল আছেন৷ বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি ভাল লাগছে৷ তবে আমার মনে হয় কণ্ঠস্বর, পঠনভঙ্গী আর সম্পাদনা বিষয়ে ডয়েচে ভেলের আরো একটু যত্নবান হওয়া দরকার৷ ছোট খাটো ত্রুটি অনেক সময় অনুষ্ঠানের কাঙ্খিত মান ধরে রাখতে পারে না৷

গতকাল ডাকযোগে আপনাদের পাঠানো একটি কাঁধে ঝোলানো ব্যাগ পেলাম৷ ইন্টারনেট প্রতিযোগিতার পুরস্কার পেয়ে ভালো লাগলো, অনেক ধন্যবাদ পুরস্কার পাঠানোর জন্য৷ ব্যাগটি আমার ছেলের কাজে লাগবে৷ সে ব্যাগটি নিয়ে স্কুলে যেতে পারবে৷ শুভেচ্ছা রইলো আবারো বাংলা বিভাগের সবার প্রতি৷ মুনির আহম্মদ, খুলনা৷ ahmed.munir72@yahoo.com

আজ সমাজ জীবন পাতায় ‘বিয়ের পরে নিজের নামও একটি নারী অধিকার’ শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ জাপানের নারীরা তাদের কুমারী থাকাকালীন নামই বিয়ের পরে বজায় রাখার জন্যে মামলা করেছেন জেনে অবাক হলাম৷ আসলে বিয়ের পরে প্রতিটি মানুষের জীবনে তাঁর আচার-আচরণ, চাল-চলন প্রতিটি ক্ষেত্রেই কিছুটা পরিবর্তন স্বাভাবিকভাবেই চলে আসে৷ সেখানে নিজের নামটা স্বামীর নামে হলে দোষ কি? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷ rlcamla@yahoo.com

বন্ধুরা, বসন্তের শুরুতে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রাণ প্রিয় বেতার ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল কলাকুশলী ভাই ও বোনকে জানাই সদ্য প্রস্ফুটিত রক্তিম গোলাপের স্নিগ্ধ শুভেচ্ছা৷ সুদীর্ঘ ৩৬ বছর যাবত ডয়চে ভেলের সাথে আমাদের সুসম্পর্ক ও ভালবাসার বন্ধন অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে৷ সুখের কথা এই যে, এমন একটি সুন্দর দিনে আপনাদের পাঠানো ভালবাসার নিদর্শন স্বরূপ ‘গিফ্ট প্যাকেট’টি অক্ষত অবস্থায় আমি হাতে পেয়েছি৷ বিনা শুল্কে গিফ্ট প্যাকেটটি ঠিকঠাক মত হাতে পেয়ে আমরা ক্লাবের সবাই দারুণ খুশি হয়েছি৷ তবে ২০১০ সালের সেরা ক্লাব হিসাবে মূল্যায়ন করলে আমরা আরো খুশি হবো৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

জাপানি মহিলারা তাঁদের নাম কুমারী থাকা অবস্থায় যে পদবী ছিলো বিয়ের পরেও সে নামই রাখার জন্য প্রতিবাদ করছে জানলাম৷ তাঁদের সাধুবাদ জানাই যে তাঁরা পুরুষ শাসিত সমাজে প্রতিবাদ করে মামলা করছে৷ আশাকরি আগামীতে ডয়চে ভেলের মাধ্যমে জানতে পারবো এর ফলাফল কী হলো৷ অপর্ণা চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷ aparna@rediffmail.com

প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ ডয়চেভেলে বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেবেন৷ আশা করি ভাল আছেন,আমিও ভাল৷

মিশরের ঘটনা প্রবাহ নিয়ে নিয়মিত খবর ও প্রতিবেদনের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, ঠিক তেমনি মুবারক ক্ষমতা হতে চলে যাওয়া মানে এই নয় যে মিশরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল৷ এর জন্য সামনের দিনগুলোতে মিশরের তরুণ জনগণকে আরো কঠোর পরিশ্রম করতে হবে৷ মিশরের তরুণ জনগণ যেভাবে মুবারককে ক্ষমতা হতে বিদায় করলো সেজন্য তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা৷ মিশরের তাহরির স্কোয়ার কেন এত বিখ্যাত তা নিয়ে ডয়চে ভেলে হতে বিস্তারিত জানতে চাই৷

গতকাল বাংলা ডোমেইন নিয়ে প্রতিবেদন হতে বাংলা ডোমেইন সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷ আশাকরি আগামীতে বাংলা ডোমেইন নিয়ে আরো বিস্তারিত জানতে পারবো৷ শুনে ভালো লাগলো যে, ভারতের পাইলটরা জার্মানিতে প্রশিক্ষণ নিচ্ছে৷ আমি জানতে চাই বাংলাদেশের কোন পাইলট কি জার্মানিতে প্রশিক্ষণ নিচ্ছে?

গতকাল সকালের যে খবরটি আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে, তাহলো বর্তমান সরকারের আকাশ কুসুম পরিকল্পনা৷ অতি দরিদ্রদের জন্য আট টাকা কেজি চাল আর ছয় টাকা কেজি গম দেওয়া হবে৷ এভাবে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে আর কত বোকা বানাবে? আমরা এমন প্রতিশ্রুতিতে আর বোকা হতে চাইনা৷

ভালোবাসা দিবস নিয়ে বলতে চাই, ভালোবাসার জন্য নির্ধারিত দিন লাগবে কেন? ভালোবাসা তো মনের ব্যাপার দিনের ব্যাপার নয়, মন ভালো না থাকলে ১৪ই ফেব্রুয়ারি কি আর ঈদের দিনই কি? মাহফুজ, ঝাকুনীপাড়া কুমিল্লা৷ mmrahman1981@gmail.com

আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভাল আছেন৷ আমরা নতুন ক্লাবের নতুন সদস্যরা অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ ডয়েচেভেলে থেকে সত্যের বাণী নিয়মিত শুনছি ও অন্যকে শুনতে উত্‍সাহিত করছি যার কারণে আমি ক্লাব গঠন করতে সক্ষম হয়েছি৷ এখন আমাদের শ্রোতাসংখ্যা ১২ জন হয়েছে তাঁরা ক্লাবে এসে নিয়মিত অনুষ্ঠানে শোনে৷ তাঁরা ডয়েচে ভেলে পরিবারের সদস্য হতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছে৷ আমাদের ক্লাবে সবার অনুরোধ ইনবক্স এর সময়টা একটু বাড়ানো হোক৷ বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ পরিবেশনাসহ জ্ঞানধর্মী ফিচারপর্ব আমাদেরকে মুগ্ধ করছে৷ প্রতিটি ফিচার পর্ব থেকে আমরা অজানা অনেক কিছু শিখতে পারছি৷ আমাদের এই নতুন নতুন তথ্য উপহার দেওয়ার জন্যে ডয়েচেভেলের সকলকে জানাই ধন্যবাদ৷ অমিত বসু, জননী রেডিও লিসেনার্স ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

আমার নিজের কম্পিউটার নেই তবুও অন্যের কম্পিউটারে আপনাদের ওয়েবসাইট দেখি, ভালো লাগে৷ মোঃ কামাল হোসেন৷ kamalirlc09@gmail.com | Country: BH

বসন্তে কত ফুল ফোটে, কত পাখী গান গায়৷ ঋতুরাজ বসন্তের প্রথমদিনে এফএম শ্রোতাসংঘের পক্ষ থেকে সবাইকে জানাই বসন্তের অনাবিল শুভেচ্ছা৷ প্রত্যেকের জীবনে এমন আরো অনেক বসন্ত আসুক এটাই একমাত্র কামনা৷ নির্ঝরা অনামিকা, সলুয়া, চারঘাট, রাজশাহী৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমার ক্লাবের সবার প্রিয় অনুষ্ঠান৷ তাই ক্লাবের সবাই ডয়চে ভেলে পরিবারকে জানালো প্রাণঢালা শুভেচ্ছা ৷ ‘সোনার বাংলা’ বেতার শ্রোতা ক্লাব, অমৃত কুমার সরকার অমিত, বদরগঞ্জ, রংপুর৷