1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে নতুন ক্লাউন শো

৫ জানুয়ারি ২০১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি এক অভিনব ক্লাউন শো অনুষ্ঠিত হয়েছে৷ অংশ গ্রহণ করেছে আজদার নাট্য গোষ্ঠীর সদস্যরা৷ যুদ্ধ-বিধ্বস্ত কাবুলের পরিস্থিতি নিয়েই এই শো৷

https://p.dw.com/p/zteS
ছবি: AP

ঘটনাস্থল কাবুল৷ একটি প্লাস্টিক কাপের সামনে দুই আফগান পুলিশকে ভীত সন্ত্রস্ত দেখা যাচ্ছে৷ ভয়, কাপটা বোমা নয়তো৷ এটা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে ন্যাটো বাহিনীর যুদ্ধের রসিকতামূলক কোন দৃশ্য নয় - এ হল কাবুলের একটি নতুন ক্লাউন শো এর একটি স্কেচ৷

আফগান থিয়েটারকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য যে, সেখানে থিয়েটারের স্বর্ণযুগ ছিল ১৯৬০ ও ১৯৭০ এর দশকে৷ তারপর যুদ্ধের ডামাডোলে তা ক্ষতিগ্রস্ত হয় এবং উগ্র ইসলামপন্থী তালেবান জঙ্গিরা সমস্ত থিয়েটার বন্ধ করে দেয়৷ তালেবান গোষ্ঠী আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করেছিল ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে৷

ক্লাউন শোতে অংশ গ্রহণকারী আজদার নাট্য গোষ্ঠীটি গঠন করেন গিল্ডা চাহভেরদি দুই হাজার ছয় সালে৷ তিনি কাবুলের ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রের ভাইস-প্রেসিডেন্ট এবং কাবুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক৷ তিনি আজদার নাট্য দলটি গঠন করেন তাঁর প্রাক্তন ছাত্রদের নিয়ে৷

কাবুলে লিটল প্রিন্স সহ অনেক চমত্কার নাটক মঞ্চায়নের পর আজদার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চাহভেরদি অভিনেতাদের দক্ষতা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেন একটি ক্লাউন শো করার৷ তবে তিনি বলেন, নাটক মঞ্চায়ন সব সময় সহজ নয়৷ কারণ তরুণ আফগানদের নাটকে অংশ গ্রহণ করানোর ব্যাপারে সবসময় রাজি করানো যায় না৷ তিনি বলেন, ভাল ছাত্ররা মেডিসিন বা কমার্স পড়তে চায়৷ যারা ভাল নয় তারা পড়ে শিল্পকলা৷ চাহভেরদি আরো বলেন, অনেকে ক্লাউন শোতে অংশ গ্রহণ করাকেও লজ্জাজনক বলে মনে করে৷

প্রতিবেদনঃ আবদুস সাত্তার

সম্পাদনাঃ আবদুল্লাহ আল-ফারূক