1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারের জন্যে মেটসুর দুঃখ প্রকাশ

৮ জানুয়ারি ২০১১

এশিয়ান কাপের আয়োজক দেশ কাতার যে উদ্বোধনী খেলায় বেশ চাপের মধ্যে ছিল তা স্বীকার করেছেন দেশটির অভিজ্ঞ কোচ ব্রুনো মেটসু৷ উদ্বোধনী খেলায় উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে কাতার৷

https://p.dw.com/p/zv9E
কাতারের গোলরক্ষক উজবেকিস্তানের গোল ঠেকাতে ব্যর্থ হনছবি: AP

পরবর্তী খেলায় চীনের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করার জন্যে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন মেটসু৷ বিরতির পরে দুটি গোল দিয়ে উজবেকিস্তানের ওদিল আখমেদভ এবং সার্ভার দেপারভ কাতারিদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন৷ শুক্রবারের ঐ খেলায় গ্রুপ এক-এ জয়লাভ করে উজবেকিস্তান৷ মধ্যভাগের রক্ষক আখমেদভ প্রথম গোলটি করেন৷ এর ১৮ মিনিট পরে ক্যাপ্টেন দেপারভ আরেকটি গোল দিয়ে জয় নিশ্চিত করেন৷

ফরাসি কোচ মেটসু স্বীকার করেন যে দলের খেলায় কিছু ভুল ছিল, যে কারণে তারা ভালো খেলতে পারেনি৷ তিনি বলেন, ‘‘দলের জন্যে এটা খুব বাজে শুরু৷ আমরা দলের জন্যে, সবার জন্যে ভালো খেলতে চেয়েছিলাম, কিন্তু খেলাটা হলো খুব বাজে৷'' তিনি বলেন, ‘‘সমর্থকসহ সবার জন্যেই আমি দুঃখিত৷ তবে মাঝে মাঝে টুর্নামেন্টের ঠিক শুরুতে ভালো খেলাটা কঠিন৷''

মেটসু বলেন, ‘‘আমি আশা করি দলের খেলায় উন্নতি হবে এবং এটি খুবই সম্ভব, কেননা প্রথম খেলায় তারা অনেক ভুল করেছে৷ পরবর্তী খেলার জন্যে তাদেরকে আরো কিছু যোগ কতে হবে৷'' মেটসু বলেন, ‘‘আমার মনে হয়, খেলোয়াড়রা অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু তাদের ওপরে এতো বেশি চাপ ছিল যে তারা সবই ভুলে গেছে৷''

বুধবারে চীনের সঙ্গে কাতারের খেলা৷ আর এই খেলার জন্যে কাতারকে অবশ্যই মনোযোগী হতে হবে৷ কাতারের কোচ বলেন, ‘‘এই খেলাটাতে আমাদের জিততে হবে৷ কোন প্রশ্ন, কোন হিসেব, কোন কিছুরই প্রয়োজন নেই৷ আমরা যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে চাই, তাহলে এর একমাত্র সমাধান পরবর্তী খেলায় জয়লাভ করা ৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম