1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাণ্ড যত দিল্লিতে!

১৯ সেপ্টেম্বর ২০১০

আগামী মাসের প্রথমেই ভারতের রাজধানী নতুন দিল্লিতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস৷ আর এই আসরকে ঘিরে কত না কাণ্ড! এক কথায় বলা যায়, কাণ্ড যত দিল্লিতে! কমনওয়েলথ গেমস শুরু হবার আগে এবার আংটি বদলটা সেরে নিলেন দুইজন৷

https://p.dw.com/p/PG8g
লারা দত্ত এবং টেনিস তারকা মহেশ ভূপাথিছবি: AP

একজন গেমসের অন্যতম ফেভারিট টেনিস খেলোয়াড়৷ আর অপরজন অভিনেত্রী৷ খরবটা একটু চাপা ছিল৷

নানা কর্মকান্ডের মধ্যে মিডিয়ায় এটি বেশ নজর কেড়েছে সাধারণের৷ বলছিলাম, লারা দত্ত এবং টেনিস খেলোয়াড় মহেশ ভূপাথির কথা৷ দীর্ঘদিন যাবত দুই জনের প্রেম৷ এবার সুদূর নিউ ইয়র্কে বসে টুইটারে টুইট করে মহেশ ভূপাথি জানিয়ে দিলেন, গত সপ্তাহে তিনি এবং তাঁর প্রেমিকা লারা দত্ত আংটি বদলটা সেরে ফেলেছেন৷

অবশ্য সাবেক মিস ওয়ার্ল্ড লারা দত্তের সাথে অভিনেতা দিনো মরিয়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কয়েকদিন ধরে৷ এবার সেই নিন্দুকদের মুখ এঁটে দিলেন তারা৷ বললেন, খামোশ!

Commonwealth Games Jawaharlal-Nehru-Stadion
প্রস্তুত দিল্লির মূল ভেন্যুছবি: AP

তবে এই খেলোয়াড়ের সঙ্গে পরিণয় বন্ধনে জড়িয়ে পড়ার প্রথমভাগের কাজ, মানে এই আংটি বদলের বিষয়টি নিশ্চিত করেছেন লারা৷ বলেছেন, মহেশ আমাকে বিয়ের প্রস্তাবটি দেয়, সে যখন ইউএস ওপেন টেনিসে অংশ নিতে নিউ ইর্য়কে ছিল, তখন৷ আমাকে রীতিমত অবাক করে দিয়েছিল সে৷ আমি তাঁর প্রস্তাব গ্রহণ করি৷

টেনিস তারকা মহেশ ভূপাথি সাবেক বিবাহিত৷ মানে এখন তালাকপ্রাপ্ত৷ কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে ঘটে তাঁর চূড়ান্ত বিচ্ছেদ৷ এরপরপরই লারা ও মহেশ দুজনেই বান্দ্রার পালি হিলের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন৷

যাহোক কমনওয়েলথ এর আরেক কাণ্ডের গল্প বলি৷ ভারতের মাটিতে খেলা হবে৷ নানা দেশের হাজার হাজার মানুষ আসবে৷ আর তারা একটু-আধটু ঘুরে বেড়াবেন শপিং করবেন, তাই নয় কী? আর বিষয়টি অনুধাবন করেই নতুন দিল্লির বিভিন্ন ট্যুর অপারেটর নানা প্যাকেজের ঘোষণা দিয়েছেন৷ যেখানে যেতে চান নিয়ে যাবে৷ ঘুরে দেখাবে ভারত৷ আর যারা কেনাকাটা করতে চান তাদের জন্য সুখবর৷ খেলা উপলক্ষ্যে শপিং মলগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে মূল্যছাড়ের বিজ্ঞাপন৷ দিল্লির ব্যবসায়ী আর দোকান মালিকরা মিলে গেমসের শুরু থেকে ১২ দিনের জন্য আয়োজন করেছে এই বিক্রয় উৎসবের৷ তবে সব কিছুর আগে গেমস চলাকালে নিরাপত্তা রক্ষাটাই এখন এক নম্বর এজেণ্ডা বলে জানিয়েছে দিল্লির পুলিশ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম