1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাঁকড়াবিছের কামড়ে ইঁদুর অবিচল!

২৮ অক্টোবর ২০১৩

এরই নাম বিবর্তন৷ মরুভূমির ইঁদুর কাঁকড়াবিছের ছোবল খেয়েও পরে সেই কাঁকড়াবিছেকেই উদরস্থ করে৷ ঘটনাটা মার্কিন মুলুকের: গ্রাসহপার মাইস বনাম অ্যারিজোনা বার্ক স্কর্পিয়ন৷ বিজ্ঞানীরা খবরটা দিয়েছেন মার্কিন ‘সায়েন্স’ জার্নালে৷

https://p.dw.com/p/1A6cX

বিষে বিষক্ষয়ের কথাটা অনেকদিন থেকে প্রচলিত, কিন্তু এই ‘উচ্চিংড়ে ইঁদুরগুলো' দৃশ্যত কাঁকড়াবিছের কামড়ের ব্যথা কমানোর জন্য সেই কাঁকড়াবিছের বিষকেই ব্যবহার করে৷ যে যন্ত্রণায় তাদের ছটফট করার কথা, সেটাকেই বেমালুম হজম করে তারা কাঁকড়াবিছেটাকেই নিশ্চিন্ত মনে চিবিয়ে খায়৷ মরুভূমিতে সুখাদ্যের অভাব, কাজেই শুধু কামড় বা যন্ত্রণার ভয়ে একটা নধর কাঁকড়াবিছেকে তো আর ছেড়ে দেওয়া চলে না৷

ওদিকে অ্যারিজোনা বার্ক স্কর্পিয়নের কামড় যন্ত্রণাদায়ক তো বটেই, মানুষের ক্ষেত্রে তা মারাত্মকও হতে পারে৷ ‘‘যেন গায়ে জ্বলন্ত সিগারেট পিষে দিয়ে তার মধ্যে একটা পেরেক ঢোকানো হচ্ছে,'' বলেছেন অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাশলি রো৷ মজার কথা, কাঁকড়াবিছের কামড় খেলে উচ্চিংড়ে ইঁদুর একবার কামড়ের জায়গাটা চেটে নেয় – ব্যস ঐ৷ ওদিকে মানুষে বার্ক স্কর্পিয়নের কামড় খেলে সে জ্বালা থাকে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা৷

ল্যাবোরেটরিতে সাদা ইঁদুরদের কিন্তু এই ক্ষমতা নেই বলে দেখা গেছে: তারা বহুক্ষণ ধরে ক্ষত চেটেছে৷ স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে যে ‘পেইন রিসেপ্টর'-গুলি ব্যথা বা যন্ত্রণার অনুভূতিকে মস্তিষ্ক এবং স্নায়ুপ্রণালীতে পৌঁছে দেয়, সেগুলিকে বলে সোডিয়াম চ্যানেল এনএভি১দশমিক৭ এবং এনএভি ১দশমিক৮৷ উচ্চিংড়ে ইঁদুরদের ক্ষেত্রে এনএভি১দশমিক৭ চ্যানেলটি সক্রিয় হয় না বলে দেখা গেছে৷ অন্য চ্যানেলটির কাহিনী আরো রোমাঞ্চকর৷

কাঁকড়াবিছের বিষ উচ্চিংড়ে ইঁদুরের এনএভি১দশমিক৮ চ্যানেলে ঢুকলে একটি অদ্ভুত ঘটনা ঘটে৷ অ্যামিনো অ্যাসিড দিয়ে সেই টক্সিন বা বিষকে বেঁধে ফেলে কাছাকাছি পেইন রিসেপ্টরগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়৷ এমনকি কাঁকড়াবিছের বিষের ফলে এই ইঁদুররা অন্যান্য নানা ধরনের ব্যথাও অনুভব করে না – অন্তত কিছুক্ষণের জন্য৷ এই সব তথ্য আগামীতে একটি ‘পার্ফেক্ট পেইনকিলার' সৃষ্টিতে সাহায্য করতে পারে, বলে ‘সায়েন্স' পত্রিকায় প্রকাশিত প্রবন্ধটির লেখকদের অভিমত৷

জার্মানির মাক্স-ডেলব্রুক সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের গ্যারি লেভিন-ও তাই মনে করেন৷ অ্যানালজেসিক ড্রাগ দিয়ে ব্যথা কমানো হয়৷ বার্ক স্কর্পিয়নের বিষ গ্রাসহপার মাইসের শরীরে ঠিক যা করে৷ লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তন যে ‘অ্যানালজেসিক স্ট্র্যাটেজি' সৃষ্টি করেছে – শুধু এক ধরনের ইঁদুরের জন্য – বিজ্ঞান এবার তারই ফলভোগী হতে পারে৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য