1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলমের ‘চিকিৎসক’ মহম্মদ রিয়াজ

১৮ জানুয়ারি ২০২১

ফাউন্টেন পেন সংক্রান্ত যে-কোনো সমস্যার সমাধানে পেন হসপিটালের বর্তমান দুই কর্ণধার মহম্মদ রিয়াজ ও তার দাদা মহম্মদ ইমতিয়াজের মতো দক্ষতা কলকাতায় বিরল৷

https://p.dw.com/p/3o4fv

গত নব্বই বছর ধরে কলকাতার ধর্মতলা অঞ্চলের পেন হসপিটাল ফাউন্টেন পেন বা ঝর্না কলম ব্যবহারকারীদের কাছে অপরিহার্য্য এক প্রতিষ্ঠান৷ ফাউন্টেন পেন সংক্রান্ত যে-কোনো সমস্যার সমাধানে পেন হসপিটালের বর্তমান দুই কর্ণধার মহম্মদ রিয়াজ ও তার দাদা মহম্মদ ইমতিয়াজের মতো দক্ষতা এই শহরে বিরল৷ বহু বছর পুরনো কালির কলমও পুনরায় সঞ্জীবিত হয়ে ওঠে তাদের কাছে এলে৷ ফাউন্টেন পেন ব্যবহারের ধারাকে সচল রাখতে সাহায্য করার পাশাপাশি মহম্মদ রিয়াজ ও মহম্মদ ইমতিয়াজ ভিণ্টেজ ফাউন্টেন পেনের সংগ্রাহক ও বিক্রেতাও বটে৷