1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় দুষ্প্রাপ্য বই পাওয়া যায় যেখানে

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৫ জুন ২০২১

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গড়িয়াহাট বাজারের বেসমেন্টে প্রবীর চ্যাটার্জীর ছোট্ট বইয়ের দোকান ‘অহনায়ন’৷ আয়তনে ছোট হলেও লিটল ম্যাগাজিন, মার্ক্সীয় সাহিত্য, এবং চিত্রকলা সম্পর্কিত লেখাপত্রের দুষ্প্রাপ্য সম্ভারে ঋদ্ধ এই দোকান৷

https://p.dw.com/p/3uwcb

প্রায় দেড়শো বছরের পুরনো বইও তার দোকানে আগলে রেখেছেন৷ কলেজ পড়ুয়ারা চাইলে বিনা অর্থে পড়ে দেখতে পারেন সেসব বই৷ অর্থকষ্টের মুখে দাঁড়িয়েও বহু বই -- যেগুলি কখনই প্রাণে ধরে বিক্রি করতে পারেননি-- স্থান পেয়েছে তার ব্যক্তিগত সংগ্রহে৷