‘কলকাতাকে অবশ্যই প্রথম সারিতে রাখা উচিত' | পাঠক ভাবনা | DW | 31.10.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কলকাতাকে অবশ্যই প্রথম সারিতে রাখা উচিত'

বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে বিশ্বের ২৭টি শহরকে সাহিত্যের শহর হিসেবে বেছে নিয়েছে ইউনেস্কো৷ এই তালিকায় কলকাতার ঠাঁই না হওয়ায় পাঠকরা তাঁদের ভাবনার কথা  তুল ধরেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

বিশ্বের ২৭টি শহরকে সাহিত্যের শহর হিসেবে বেছে নিয়েছে ইউনেস্কো৷কলকাতা  শহরটি কোটি কোটি মানুষের ভাষা বাংলায় সাহিত্যচর্চার পীঠস্থান৷ অথচ স্থান হয়নি ইউনেস্কো তালিকায়৷ তবে এ সম্পর্কে বাংলাদেশের পাঠক কামরুল হাসান লিখেছেন, ‘‘কলকাতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে যদি পুরস্কার অর্জনের জন্য হয়, তবে ঢাকা শহর সহজেই সেই শহরকে পরাজিত করতে পারে৷''

অন্যদিকে পাঠক দিন হায়দারের অবশ্য কিছুটা ভিন্নমত৷ তিনি লিখেছেন, ‘‘একজন বাংলাদেশি হিসেবে যদি বলতে হয়, তবে বলবো কলকাতা যদিও এখন ভারতে, কিন্তু বাংলা সাহিত্য, সংস্কৃতির বিকাশ সেখানেই হয়েছিল৷ এমন লোক খুঁজে পাওয়া কঠিন, যাঁরা ন্যুনতম বই পড়ুয়া বা বাংলা সাহিত্য পড়েছেন, অথচ দে'জ, আনন্দ পাবলিশার্সের  প্রকাশিত বই পড়েননি৷ বিশ্ব-বরেণ্যে লেখকদের কথা বাদই দিলাম৷ সবদিক বিবেচনায় কলকাতাকে অবশ্যই প্রথম সারিতে রাখা উচিত৷ বাংলা সাহিত্যের উত্থান থেকে শুরু করে কালজয়ী লেখাগুলো কলকাতা থেকেই প্রকাশিত হতো৷ কি বাংলাদেশ, কি ভারত এটা দুদেশের বাঙালির জাতি সত্ত্বার সাথে মিশে আছে৷ তা স্বীকার করতে হবে৷''সংকলন: নুরুননাহার সাত্তার 

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী