1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা, নিপা ও হেন্দ্রা ভাইরাসের বিরুদ্ধে আলপাকার লড়াই

২৩ মে ২০২২

ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে টিকা আবিষ্কারের রেকর্ড গড়েছে করোনার টিকা৷ কিন্তু এখনও অনেক রোগের টিকা রয়ে গেছে অধরা৷ এমন নানা রোগের ক্ষেত্রে টিকার আশা দেখাচ্ছে দক্ষিণ অ্যামেরিকার এক প্রাণী৷ নাম তার আলপাকা৷ চিলির গবেষকেরা আলপাকার শরীরে খুঁজে পেয়েছেন অ্যান্টিবডির চেয়েও জটিল এবং ক্ষুদ্র ন্যানোবডি৷ আর এই ন্যানোবডি কেবল করোনা নয়, আশা দেখাচ্ছে নিপা ও হেন্দ্রা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়েরও৷

https://p.dw.com/p/4Bjui