1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের দুর্নীতির অভিযোগ তদন্তে সিবিআই মাঠে

১৯ অক্টোবর ২০১০

এবার নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ তাদের হাতে এখন সদ্য সমাপ্ত দিল্লি কমনওয়েলথ গেমসের ফাইল৷ আর্থিক কেলেঙ্কারির যাবতীয় তথ্য ঘাঁটাঘাঁটি শুরু করেছেন গোয়েন্দারা৷

https://p.dw.com/p/PheJ
কমনওয়েলথের আয়োজন নেহাত খারাপ ছিলনা (ফাইল ফটো)ছবি: AP

দিল্লি গেমস শুরু হওয়ার আগেই আসরের আয়োজন নিয়ে যেমন আলোচনা-সমালোচনা হয়েছিল, গেমসের সফল সমাপ্তির পর নিন্দুকরা কিছুটা ক্ষান্ত! তবে ভারতীয় পত্রপত্রিকা কিন্তু পিছু হটেনি৷ তারা আগে যেমন আয়োজনে দুর্নীতির অভিযোগ করেছিল, এখনো তারা তাদের অবস্থানে অনড়৷

প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গেমস শুরুর আগে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আগে গেমস আয়োজন সুন্দর করুন, তারপর সব দুর্নীতির তদন্ত৷ আর দোষী যে হবে তাকে বা তাদেরকে যে শাস্তি গ্রহণ করতে হবে, সে কথাও জানিয়েছিলেন তাঁরা৷ এবার সেই কথারই প্রতিফলন৷ গোয়েন্দারা মাঠে৷

সরকার এরই মধ্যে একজন অবসরপ্রাপ্ত আমলাকে দিয়ে পুরো অব্যবস্থাপনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷ সংসদে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আজ মঙ্গলবার দাবি জানিয়েছে, না কোন আমলাকে দিয়ে নয়, তদন্ত করাতে হবে যৌথ সংসদীয় তদন্ত কমিটির মাধ্যমে৷

এদিকে, খেলার খরচপাতি নিয়ে অডিটও শুরু হয়েছে৷ আগামী ডিসেম্বর মাস নাগাদ অডিটের রিপোর্ট জমা দেওয়া হবে সংসদে৷

তবে বিতর্ক, তদন্ত সব কিছুই যখন এক সঙ্গে চলছে, তখন দিল্লির রাজ্য সরকার গেমসে পদক পাওয়া ভারতীয় ক্রীড়াবিদদের জন্য পুরস্কার ঘোষণা করেছে৷ স্বর্ণ পদকপ্রাপ্তরা পাবেন ১৫ লাখ ভারতীয় টাকা৷ রৌপ্য এবং ব্রোঞ্জ পদকধারীরা পাবেন যথাক্রমে ১০ ও ৫ লাখ টাকা করে৷ বাদ যাচ্ছেন না কোচরাও৷ পদকজয়ীদের প্রশিক্ষকরা পাবেন ৫ লাখ টাকা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক