1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমদামে অতিদরিদ্রদের চাল গম দেবে হাসিনা সরকার

১৪ ফেব্রুয়ারি ২০১১

দেশের চার কোটি অতিদরিদ্র মানুষকে আট টাকায় চাল ও ছয় টাকায় গম খাওয়ানোর সরকারি মহাপরিকল্পনা৷ স্বাধীনতার ঘোষণাকে সংবিধানে স্থান দেওয়ার সুপারিশ এবং জাহান মনির পণবন্দি নাবিকদের উদ্ধার প্রচেষ্টা৷ পত্রপত্রিকার প্রধান খবর আজ৷

https://p.dw.com/p/10GgQ
কমদামে, অতিদরিদ্র, চাল, গম, হাসিনা, সরকার, Dhaka, Bangladesh, Rice, Food, Poor, Poverty
ছবি: AP

স্বাধীনতার ঘোষণাকে সংবিধানে স্থান দেওয়ার সুপারিশ

স্বাধীনতার ঘোষণাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি৷ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত রোববার তাঁর কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা স্বাধীনতার ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলব, কারণ এই ঘোষণার মাধ্যমেই বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র করা হয়েছে৷" এ বিষয়ে সুপারিশ করার জন্য সংসদীয় কমিটি আগামীকাল ১৫ ফেব্রুয়ারি বৈঠকে বসবে বলে জানান তিনি৷ সুরঞ্জিতের বিশ্বাস, স্বাধীনতার ঘোষণা হচ্ছে আমাদের প্রথম সংবিধান৷ এর আগে গত বুধবার কমিটির কো-চেয়ারম্যান জানান, সংবিধানে ১৯৭২ সালের 'প্রস্তাবনা' ফিরিয়ে আনার সুপারিশ করবে বিশেষ কমিটি৷

দরিদ্রদের কম দামে চাল, গম

কালের কণ্ঠের খবর, দেশের চার কোটি 'অতিদরিদ্র' মানুষকে আট টাকা কেজি চাল ও ছয় টাকা কেজি গম খাওয়ানোর পরিকল্পনা করছে সরকার৷ বিশ্বব্যাপী খাদ্য সংকটের মুখে দেশে খাদ্যবিপদ সৃষ্টির আশঙ্কা থেকে এই মহাপরিকল্পনার খসড়া তৈরি করেছে খাদ্য বিভাগ৷ সেখানে বলা হয়েছে, দেশের চরম দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুধার হাত থেকে রক্ষার জন্য বছরের অর্ধেক সময় এই দামে চাল ও গম দেওয়া হবে৷ এ ক্ষেত্রে দৈনিক ১৬৫০ ক্যালরির কম খাদ্য গ্রহণকারী মানুষকে অতিদরিদ্র ধরা হয়৷ এছাড়া 'ক্র্যাশ প্রোগ্রামের' মাধ্যমে আমদানি জোরদার করে নিশ্চিত করা হবে দেশের খাদ্য নিরাপত্তা৷ মহাপরিকল্পনা সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে৷

জাহান মনির নাবিকদের উদ্ধারে সচেষ্ট সরকার

বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনিতে পণবন্দি বাংলাদেশি নাবিকদের উদ্ধারে সরকার সহযোগিতা দেবে বলে আবারও আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান৷ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশা করছি জাহাজ ও নাবিকরা শিগগিরই উদ্ধার পাবে৷ শাজাহান খান বলেন, সমুদ্রপথে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের বিষয়ে সাধারণত মালিকপক্ষই জলদস্যুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে থাকে৷ তবে সরকার জাহাজ উদ্ধারের ব্যাপারে সার্বিক সহযোগিতা দিয়ে যাবে৷ জাহাজ মনি বর্তমানে সোমালিয়া উপকূলে জলদস্যুদের দখলে রয়েছে বলে জানা গেছে৷ সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজ মালিকদের সঙ্গে ছিনতাইকারীদের আলোচনার অগ্রগতি হচ্ছে৷ আশা করা যায়, ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ও তার নাবিকরা শিগগিরই উদ্ধার পাবে৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই