1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কক্সবাজারে আবারো মৃত তিমি

১০ এপ্রিল ২০২১

পরপর দুই দিন বাংলাদেশের কক্সবাজার সমুদ্রতীরে দুইটি তিমির মৃতদেহ ভেসে এসেছে৷ গবেষণার জন্য ইতিমধ্যে তিমির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে৷

https://p.dw.com/p/3rosF
ছবি: Miraj Kateb/AFP

গত শুক্রবার দুপুরে কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা একটি তিমির মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ৷ শনিবার সকালে আরেকটি তিমি মৃত অবস্থায় তীরে ভেসে আসে৷

বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশের কক্সবাজারের সমুদ্রতীরে তিমির মৃতদেহ ভেসে আসার এমন ঘটনা বিরল৷ এর আগে সর্বশেষ ২০০৬ সালে সেখানে মৃত তিমির দেখা মিলেছিল বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি৷

কোস্টগার্ডকে পথ দেখালো তিমি শাবক

শনিবার ভেসে আসা তিমিটি প্রায় ৫০ ফুট লম্বা বলে জানিয়েছেন কক্সবাজারের মেরিন লাইফ অ্যালায়েন্সে-এর নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম৷ তিমিটির লেজে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে৷ তার আগে শুক্রবার দুপুরে ভেসে আসা তিমিটির ছিল প্রায় ৪০ ফুট লম্বা৷   

তবে কী কারণে তিমি দুইটি মারা গেছে সে বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা৷ সমুদ্রে চলাচলরত জাহাজের সাথে ধাক্কা খেয়ে বা সমুদ্রের পানি থেকে প্লাস্টিক জাতীয় কোন বস্তু খেয়েও মারা যেতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের৷

এই বিষয়ে গবেষণার জন্য ইতিমধ্যে তিমির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তারা৷

আরআর/এফএস (এএফপি)