1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজেপিকে ভারতীয় অর্থমন্ত্রীর স্বামীর প্রস্তাব

১৪ অক্টোবর ২০১৯

ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বা তাঁর স্ত্রীর দল ভারতীয় জনতা পার্টিকে কংগ্রেস থেকে শেখার পরামর্শ দিয়েছেন একটি মতামত-প্রবন্ধে৷

https://p.dw.com/p/3RG5Y
Indien Ministerin Nirmala Sitaraman
ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণছবি: Getty Images/AFP/M. Sharma

ভারতের জনপ্রিয় সংবাদপত্র ‘দ্য হিন্দু'তে প্রকাশিত একটি মতামতে অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকারকে পরামর্শ দেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা ও ভারতে খোলা বাজারের দুই সূত্রধর নরসিংহ রাও ও মনমোহন সিং‘র অর্থনৈতিক নীতির পথে ফিরে যেতে৷

সংবাদমাধ্যমের সামনে সীতারমণ বারবার ভারতের অর্থনৈতিক বাস্তবতার প্রশ্ন এড়িয়ে গেলেও, তা নিয়ে মতামত লিখলেন তার স্বামী, প্রভাকর যিনি কংগ্রেসের ছাত্র সংগঠনের সাবেক নেতা ৷

এই মতামতে তিনি বিজেপির ধারাবাহিক নেহরু-বিরোধিতার সমালোচনা করেন ও বর্তমান সরকারের অর্থনৈতিক নীতিহীনতার প্রসঙ্গে আলোকপাত করেন৷

ভারতীয় অর্থনীতিতে এখন চরম মন্দা, তা মানতে নারাজ সীতারমণসহ বিজেপির নেতৃত্ব৷ কিন্তু প্রভাকরের প্রবন্ধে স্পষ্ট হয়ে উঠেছে দেশের আর্থিক লোকসানের বাস্তবতার চিত্র৷

এসএস/কেএম (সূত্র: দ্য হিন্দু)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য