1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনের থিয়েটারের সদস্য হলেন ওবামা দম্পতি

৮ আগস্ট ২০১০

নতুন করে খুলছে থিয়েটার৷ মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল মেরামতির জন্য৷ আর সেই থিয়েটারের বিশেষ ‘সদস্য’ করা হল প্রেসিডেন্ট বারাক ওবামা আর তাঁর স্ত্রী মিশেলকে৷ ওয়াশিংটনের মেয়র দম্পতিও আছেন এই তালিকায়৷

https://p.dw.com/p/OemT
ছবি: AP

থিয়েটারের নাম ‘দ্য অ্যারিনা স্টেজ'৷ সেই পাঁচের দশকে তার যাত্রা শুরু হয়েছিল৷ উদ্দেশ্য সৎ নাটকের চর্চা৷ ধীরে ধীরে তার কলেবর বেড়েছে৷ এখন তিনটি মঞ্চ, মহলাকক্ষ, রেস্তোরাঁ এইসব নিয়ে রাজধানী ওয়াশিংটনের বুকের ওপর এই অলাভজনক অ্যারিনা থিয়েটার বেশ দর্শনীয় গন্তব্য৷

সেই থিয়েটার বেশ কিছুদিন মেরামতির জন্য বন্ধ ছিল৷ চালু হবে আবার৷ আগামী ২৫ অক্টোবর নতুন করে উদ্বোধনের দিন মঞ্চস্থ হবে জন গ্রিশামের উপন্যাস ‘টাইম টু কিল'-এর নাট্যরূপ৷ আর সেই গালা উদ্বোধনে থিয়েটারের বিশেষ ‘চেয়ার' বা সদস্য হিসেবে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট৷ সস্ত্রীক৷ থাকবেন ওয়াশিংটনের মেয়র অ্যাড্রিয়ান ফেনটি এবং তাঁর স্ত্রীও৷ তাঁদেরকেও থিয়েটারের তরফ থেকে দেওয়া হয়েছে ওই সম্মানজনক ‘চেয়ার' তকমা৷

তবে আন্তর্জাতিক নাট্যবাজারে বেশ পরিচয় আছে এই থিয়েটারের৷ গত বছরেই এই থিয়েটারের প্রযোজনা রক মিউজিক্যাল ‘নেক্সট টু নর্মাল' তিনটি টোনি পুরস্কার জিতেছে৷ জিতেছে নাট্যজগতের আন্তর্জাতিক পুরস্কার পুলিত্জার৷ তারপর এই প্রযোজনা অভিনীত হয়েছে ব্রডওয়েতেও৷

ওবামা যেখানে সদস্য হচ্ছেন, তাদের এটুক আন্তর্জাতিক পরিচিতি তো অবশ্যই প্রয়োজন, তাই না?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক