1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরছেন সাকিব

২১ মার্চ ২০২২

অসুস্থ পরিবারের পাশে থাকতে সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজের পর দেশে ফিরবেন সাকিব আল হাসান৷ এর আগেও ফেরার অনুমতি তাকে দেয়া আছে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট বিভাগের জালাল ইউনুস৷ 

https://p.dw.com/p/48naU
Shakib Al Hasan, Cricketspieler Bangladesch
ছবি: bdnews24.com

ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, তার শাশুড়ি এবং তিন সন্তান৷  

সাউথ আফ্রিকায় দেশের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন সাকিব৷ পরিস্থিতির উপর সাকিবের সিদ্ধান্ত নির্ভর করছে বলে সোমবার গণমাধ্যমকে জানান বিসিবির ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান জালাল ইউনুস৷ তিনি বলেন, “আপনারা জানেন, ওর পরিবারের একটা সঙ্কটময় সময় কাটছে৷ এদিকে পরিবারের এই অবস্থা, ওই দিকে (বাংলাদেশের) খেলা চলছে৷ ও বুঝে উঠতে পারছে না কী করবে৷ মানসিকভাবে খুব স্ট্রেস যাচ্ছে তার৷ সে সিদ্ধান্ত নিয়েছে, তৃতীয় ওয়ানডে খেলে আসবে৷ যদি না এখানে খুব গুরুতর কিছু হয়ে যায়৷ পরিস্থিতি এমন হতেও পারে, ওকে (আগেই) এখানে আসতে হতে পারে৷ তেমন পরিস্থিতি না হলে, তৃতীয় ওয়ানডেতে অবশ্যই সে খেলবে৷” 

“ সবার কাছে তার পরিবার আগে৷ এখানে একটা পারিবারিক ক্রাইসিস চলছে৷ পরিবারের অনেকেই অসুস্থ৷ তাদের মধ্যে ছোট বাচ্চারাও আছে৷ এই পরিস্থিতিতে সে সে যদি মনে করে, এখানে ওর উপস্থিতি দরকার তাহলে অবশ্যই আমরা চাইবো, ও চলে আসুক৷”   

পরিবারের এমন সঙ্কটকালে বিসিবির সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ দেখেন না জালাল৷ তিনি জানান, সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ক্রিকেটারই৷ সেদিক থেকে সাকিব যে সিদ্ধান্তই নেবেন, তাতে পাশে পাবেন বিসিবিকে৷  

“এমন পরিস্থিতি যদি থাকে তাহলে অবশ্যই টেস্টে ওর খেলা নিয়ে সংশয় থাকবে৷ সব কিছু নির্ভর করছে, তার পরিবারের এই সঙ্কটময় পরিস্থিতির উপর৷” বলেন জালাল ইউসুফ৷ 

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য