1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশআফ্রিকা

এ সপ্তাহের অন্বেষণ কুইজে বিজয়ী হলেন...

১৩ ডিসেম্বর ২০২১

আফ্রিকার দেশ রুয়ান্ডায় কত শতাংশ নথিভুক্ত মোটরসাইকেল মোটোট্যাক্সি হিসেবে চলে? এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিল গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷

https://p.dw.com/p/44Blj
ছবি: picture-alliance/PhotoAlto/F. Cirou

সঠিক উত্তর: রুয়ান্ডার প্রায় ৫০ শতাংশ নথিভুক্ত মোটরসাইকেলই মোটোট্যাক্সি হিসেবে চলে৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, মোঃ সাগর মিয়া, গ্রামঃ সাদির চর, পোস্টঃ গাজির চর ২৩৩৬, থানাঃ বাজিত পুর, জেলাঃ কিশোরগঞ্জ, বাংলাদেশ৷
প্রিয় সাগর মিয়া, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে  তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে  অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷

সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ