‘এ রকম প্রতিবেদন পেলেই আমরা ধন্য’ | পাঠক ভাবনা | DW | 07.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এ রকম প্রতিবেদন পেলেই আমরা ধন্য’

বর্ধমান থেকে বন্ধু সুহৃৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘শোভাবাজার রাজবাড়িতে সম্রাট শাজাহান’ – এই প্রতিবেদনটি দেখে ও পড়ে খুব ভালো লেগেছে৷ এ রকম প্রতিবেদন যদি দু-একটি প্রকাশ করেন, সত্যি বলছি এপার বাংলার বাঙালিরা ধন্য হয়ে যায়৷

পাঠক বন্ধু সুহৃৎ বন্দ্যোপাধ্যায়ের দুঃখ অবশ্য একটাই, কলকাতার এত কাছে থেকেও নাটকটা তাঁর দেখা হলো না৷ তিনি আমাদের কুশল কামনা করে তাঁর ই-মেলটি শেষ করেছেন৷

শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন৷ ঋতুচক্রের এমনই মহিমা যে, প্রথম দিনের সূর্য তার নব আলোককিরণে এবং বাতাসে হেমন্তের গন্ধ দিয়ে হৃদয়-দুয়ারে অজানা সুর বাজিয়ে দেয়৷ আপনাদের সান্নিধ্যে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷ আপনাদের রকমারি আয়োজন আমাকে করেছে মহিমান্বিত৷ ডিডাব্লিউ সত্য ও ন্যায়ের পথে নিরপেক্ষভাবে যেন এগিয়ে চলেছে সাফল্যের দিকে৷

আপনাদের প্রচারমাধ্যমের আরো উৎকর্ষতার লক্ষে কিছু কিছু বিষয় সংযোজন করতে হবে৷ আমার মতে, নিয়মিত প্রতিযোগিতা চালু রাখতে হবে, চালু রাখতে হবে চমৎকার ওয়েবসাইট এবং আন্তর্জাতিক সংবাদ নিরপেক্ষভাবে প্রচার করতে হবে৷ পরিশেষে আপনাদের সবার সৌভাগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি৷ ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে পাঠিয়েছেন এই ই-মেলটি৷

- লেখার জন্য দু'জনকেই ধন্যবাদ৷ শুভেচ্ছা রইলো সবার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন