1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এস এ গেমসের ক্রিকেটে সোনা জিতল বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি ২০১০

এস এ গেমসের ক্রিকেটের ফাইনালে শ্রীলংকাকে ৬ রানে হারিয়ে সোনা জিতে নিয়েছে বাংলাদেশ৷ এবারই প্রথম এস এ গেমসে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট যোগ করা হলো৷ আর তার প্রথম স্বর্ণপদকটি জিতলো স্বাগতিকরা৷

https://p.dw.com/p/LvFg
ছবি: AP

রোববার মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ৷ প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করে ১৫৭ রান৷ এনামুল সর্বোচ্চ ৪৩ রান করেন৷ আর অধিনায়ক মিথুন করেন ৩৭ রান৷ জবাবে ১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকে লংকান ব্যাটসম্যানরা৷ কিন্তু শেষের দিকে একের পর এক উইকেট হারাতে থাকে লংকানরা৷ শেষ ওভারে শ্রীলংকার প্রয়োজন ছিল ১৪ রান৷ হাতে উইকেট ছিল ১টি৷ এক পর্যায়ে ব্যবধান কমে ২ বলে ৭ রানের প্রয়োজন হয় লঙ্কানদের৷ কিন্তু পঞ্চম বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শেষ ব্যাটসম্যান৷ ফলে এক বল বাকি থাকতেই তারা অল আউট হয়ে যায় ১৫১ রানে৷ আর এস এ গেমসের টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের প্রথম সোনা জিতে নেয় বাংলাদেশ৷ উল্লেখ্য, এই ইভেন্টে সবগুলো দল তাদের অনুর্ধ ২১ দল পাঠিয়েছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়