‘এসপিডি দলের ৫০ বছর পূর্তি পালন’ | পাঠক ভাবনা | DW | 24.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এসপিডি দলের ৫০ বছর পূর্তি পালন’

জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের ১৫০ বছর পূর্তির ওপর বিস্তারিত প্রতিবেদনটি ছিল খুবই তথ্যপূর্ণ৷ এই ১৫০তম বছরটি এস পি ডি দলের কাছে আরও তাত্পর্যপূর্ণ৷

কারণ এই বছরের সাধারণ নির্বাচনে পেয়ার স্টাইনব্রুকের নেতৃত্বে দলটির ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা আছে৷

শ্রমিকের দল হিসাবে আত্মপ্রকাশ করে যে দল আজ জনগণের দল বলে পরিচিত, ২০১৩ এর জার্মানির সাধারণ নির্বাচনে সেই দল কতটা সফল হবে তা শুধু সময়ের অপেক্ষা৷

‘পাখির চোখে বার্লিন' এবং বার্লিনের আনন্দমেলা- কার্নেভাল অব কালচার এর উপর তথ্য সহ সুন্দর ছবির উপস্থাপনা দেখে ভালো লাগলো৷ পাখির চোখে বার্লিন পরিবেশনে ‘ব্রান্ডেনবুর্গ গেট', বার্লিন প্রাচীর', ঐতিহাসিক রাইখস্ট্যাগ ভবন, ‘আলেকজান্ডারপ্লাতস্', হলোকাস্ট মেমোরিয়াল সহ আরও উল্লেখযোগ্য স্থানের সংযোজন করা হলে ছবিঘরটি পূর্ণতা পেত৷

ভালো লেগেছে জার্মানির কোলন শহরের একটি অভিজাত এলাকায় বসবাসকারী কয়েকজন ইতিবাচক চিন্তার ধারক প্রবীণের জীবনযাত্রা নিয়ে তৈরি গল্প গাঁথা৷ জানতে পারলাম জার্মানির প্রবীণদের দৈনন্দিন জীবন- যাত্রা সম্পর্কে৷ নতুন দিল্লি থেকে পাঠক বন্ধু সুভাষ চক্রবর্তী পাঠানো কেকটি ই-মেল থেকে আজ দুটো ই-মেল এখানে তুলে দেয়া হলো৷

ইউরোপে চরম বেকারত্ব ও মন্দা – কথাটা শুনতেই যেন কেমন লাগে৷ এই চিত্র যদি ইউরোপের মতন উন্নতশীল অঞ্চলে দেখা যায়, তাহলে তৃতীয় বিশ্বের দরিদ্র ও অনুন্নত দেশগুলির কী অবস্থা হতে পারে? ইউরোপের দেশগুলিতে এই সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে কি?

সুন্দর ছবিতে সাজানো বার্লিনের আনন্দমেলা দেখে মনটা আনন্দে ভরে উঠলো৷ কী আনন্দই না পেতাম, যদি এক বার এই রঙীন কার্নিভাল স্বচক্ষে দেখতে পেতাম! না, এ জীবনে যে তা হবার

নয়৷ ডয়চে ভেলেই একমাত্র ভরসা আমার কাছে৷ যেটুকু আগে জানা ছিলো না, তবু তাও তো এখন জানতে পারছি, তাই বা কম কী? প্রণাম নেবেন, ইতি দীনেশ কুমার, গুলমোহর পার্ক, নতুন দিল্লি থেকে৷

-ধন্যবাদ দু'জনকে৷ অন্য বন্ধুরাও লিখবেন, কেমন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন