1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান টুরে প্রথম শিরোপা জয়ী বাংলাদেশি গলফার সিদ্দিক

২ আগস্ট ২০১০

ইন্ডিয়া সার্কিটের চারটি প্রফেশনাল টুর্নামেন্ট জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমানের৷ এরপর থেকেই তাঁর শুরু এশিয়ান সার্কিটে অংশ নেওয়া৷ মাত্র দু’বছরের মধ্যেই প্রথম বাংলাদেশি গলফার হিসেবে ছিনিয়ে নিলেন শিরোপা৷

https://p.dw.com/p/Oa5P
ছবি: AP

ইন্ডিয়া সার্কিটের চারটি প্রফেশনাল টুর্নামেন্ট জিতে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার মার্কিন ডলার প্রাইজমানি জিতেছিলেন সিদ্দিক৷ দেড় বছর ধরে বিভিন্ন দেশের প্রফেশনাল প্রতিযোগিতায় খেললেও তিনি পাননি শ্রেষ্ঠত্বের দেখা৷ অবশেষে ব্রুনেই ওপেনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন গলফার সিদ্দিক৷ এই অর্জন সম্পর্কে সিদ্দিকের উচ্ছ্বাস, ‘‘ব্যাপারটা খুবই উত্তেজনাকর৷ এশিয়ান টুরে অংশগ্রহণকারী আমিই প্রথম বাংলাদেশি৷ আর দু'বছরের ব্যবধানেই আমি টুরের শীর্ষে৷ চূড়ান্তভাবে আমি টুর্নামেন্ট জয় করেছি৷''

২৫ বছর বয়সি সিদ্দিক সেই সঙ্গে জিতে নিয়েছেন পুরস্কারের তিন লাখ মার্কিন ডলার৷ চ্যাম্পিয়ন হয়ে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৬০০ মার্কিন ডলার৷ বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩৪ লাখ ২ হাজার টাকা৷ ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোন ক্রীড়াবিদের এটি রেকর্ড প্রাইজমানি জয়৷

সিদ্দিক বলেন, ‘‘এটা আমার নিজের জন্য এবং দেশের জন্য একটি বড় জয়৷ আমি আশা করি, বাংলাদেশে গলফ'কে আরো ভালোভাবে গ্রহণ করতে অনেককেই উৎসাহিত করবে এই জয়৷'' ব্রুনেইয়ে শেষ হওয়া প্রতিযোগিতার ফাইনালটি ছিল উত্তেজনায় ভরা৷ দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী জেবি ক্রুগারকে প্লে-অফে মাত্র ১ পয়েন্টে পরাজিত করেন সিদ্দিক৷

সিদ্দিকের এ কৃতিত্বে ঢাকায় প্রথমবারের মতো এশিয়ান সার্কিট টুর্নামেন্ট আয়োজনের পথ অনেকটা পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে৷ বাংলাদেশ গলফ ফেডারেশনের সদস্য এবং কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) আনিসুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘‘এশিয়ান ট্যুর অথরিটি আগামী ডিসেম্বরে ঢাকায় এশিয়ান সার্কিট প্রফেশনাল টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিয়েছে৷ ৭০ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এ টুর্নামেন্ট আয়োজনের জন্য এখনও স্পন্সর নিশ্চিত হয়নি৷ আশা করি, সিদ্দিকের এ কৃতিত্ব স্পন্সর পেতে আমাদের সহায়তা করবে৷ এ টুর্নামেন্টে ২৫টির মতো দেশের গলফাররা অংশ নেবেন৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক