1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান গেমসে চীনের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণিত

২৮ নভেম্বর ২০১০

উদ্বোধনী অনুষ্ঠানের মত সমাপনীটাও চোখ ধাঁধানো হলো এশিয়ান গেমসের৷ এশিয়ার সর্বোচ্চ এই ক্রীড়া আসরের ১৬তম পর্বের পর্দা নামলো শনিবার চীনের গিয়াংজুতে৷ আর সবাইকে ছাড়িয়ে শীর্ষে স্বাগতিক চীন৷

https://p.dw.com/p/QK9o
সমাপনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনছবি: AP

দুই বছর আগে অলিম্পিক আয়োজন করে গোটা বিশ্বকে নিজেদের সামর্থ দেখিয়ে দিয়েছিল চীন৷ কেবল আয়োজন হিসেবে নয়, পদক তালিকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করে নিজেদের ক্রীড়া নৈপুণ্যেরও স্বাক্ষর রেখেছিল তারা৷ এবার এশিয়ান গেমসের আয়োজনেও কোন ঘাটতি রাখেনি চীনারা৷ আর ক্রীড়া নৈপুণ্যে চীনারা এশিয়ার সেরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না৷ তবে এবার নিজেদের ধারে কাছে কাউকে রাখতে দেয়নি চীনা অ্যাথলেটরা৷

তো, কেমন করলো চীনারা? পদক তালিকার দিকে তাকালেই সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে৷ রেকর্ড ১৯৯ টি স্বর্নপদক, সমসংখ্যক রৌপ্য ও ৯৮ টি ব্রোঞ্জ নিয়ে ৪১৬টি পদক চীনের ঝুলিতে৷ এবার জাপানকে পেছনে ফেলে দ্বিতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া৷ তবে সেটা চীন থেকে বহু দূরে৷ ৭৬টি সোনা সহ তাদের পদক সংখ্যা মোট ২৩২টি৷ তৃতীয় অবস্থানে জাপান ৪৮ টি স্বর্ণপদক নিয়ে৷ তবে এবার চতুর্থ অবস্থানে ইরানের উন্নতি বেশ সবার নজর কেড়েছে৷ ২০ টি সোনা নিয়ে তাদের পদক সংখ্যা ৫৯টি৷ দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে সবচেয়ে ভালো করেছে ভারত৷ ১৪টি সোনা নিয়ে মোট পদক পেয়েছে তারা ৬৪টি৷ পদক তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ভারত৷ অন্যদিকে এবার প্রথম স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ৷ ক্রিকেট থেকে একটি করে সোনা ও রুপা এবং মহিলা কাবাডিতে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ৷ ফলে পদক তালিকার ২৭ তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ৷

Asienspiele Asian Games China Guangzhou Iran 2010
এবারের গেমসে ইরানি নারীদের নৈপুন্য সকলের নজর কেড়েছেছবি: AP

এবারের এশিয়ান গেমসে বেশ কিছু রেকর্ড মনে রাখার মত৷ যেমন মেয়েদের ভারোত্তলনে চীনের লি পিং এবার বিশ্বরেকর্ডই করে ফেলেছেন৷ দক্ষিণ কোরিয়ার কিশোর তীরন্দাজ দুটি স্বর্ণপদকই নেননি, সঙ্গে বিশ্বরেকর্ডও করেছেন এবার আর্চারিতে৷ একই দেশের সাঁতারু পার্ক তায়ে হোয়ান এবার তিনটি সোনা সহ সাতটি ব্যক্তিগত পদক জিতেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম