1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কীভাবে তুলবেন পোকামাকড়ের ছবি

১৪ এপ্রিল ২০১৭

ব্রিটিশ আলোকচিত্রী লেভন বিস পোকামাকড়ের ছবি তোলেন, তবে একটু অন্যভাবে৷ তাঁর তোলা ছবিতে একটি পোকাকে তার আকারের চেয়ে প্রায় তিনশ’ গুণ বড় করে দেখা যায়৷ ফলে পোকার না দেখা অংশগুলোও দর্শকদের চোখে ধরা পড়ে৷

https://p.dw.com/p/2bEFp
DW euromaxx Serie Das große Krabbeln
ছবি: DW

প্রায় দু'বছর ধরে পোকামাকড়ের এমন সব ছবি তুলেছেন লেভন বিস৷ এই সময়ে পোকামাকড়ের প্রতি তাঁর ভালবাসা বেড়েছে কয়েক গুন৷ তিনি বলেন, ‘‘পোকামাকড়ের শরীরের গঠন যে কতটা জটিল তা দেখে আমার অবাক লেগেছে৷ তাদের সৌন্দর্যও আমাকে মুগ্ধ করেছে৷ আমাদের একটা গৎবাঁধা ধারণা আছে যে, হামাগুড়ি দিয়ে চলা এসব প্রাণী দেখতে কুৎসিত ও ভয়ংকর৷ কিন্তু আসলে তারা তেমন নয়৷ দেখুন, এই প্রদর্শনীতে ভয় পাওয়ার মতো একটি ছবিও নেই৷''

বিস তাঁর প্রদর্শনীর নাম দিয়েছেন ‘মাইক্রোস্কাল্পচার'৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গত বছর প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়৷ সেখানকার মিউজিয়ামের সংগ্রহে অনেক পোকা আছে৷ বিস সেগুলো দেখার অনুমতি পেয়েছিলেন৷

ফসলের পোকা তাড়াতে নতুন উদ্যোগ

পতঙ্গবিজ্ঞানী জেমস হোগান লেভন বিসকে সুন্দর পোকা খুঁজে পেতে সহায়তা করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা খুব বড় নমুনা নিতে চাইনি৷ কারণ এর আগে বড় আকারের পোকামাকড়ের অনেক প্রদর্শনী হয়েছে৷ মানুষও সেসব ছবি দেখে অভ্যস্ত৷ আমি এমন সব পোকা বেছেছি, যেগুলোর সারফেসে অনেককিছু আছে এবং দেখতে সুন্দর৷ প্রদর্শনীতে সেসব পোকারই ছবি আছে, যাদের রং খুবই চমৎকার আর লেভন ছবি তোলার পর যেগুলো দেখতে বিস্ময়কর লাগবে বলে আমার মনে হয়েছে, সেসব পোকা আছে এখানে৷''

হোগানের কাছ থেকে পোকা নিয়ে বিস সেগুলো তাঁর উইল্টশায়ারের স্টুডিওতে নিয়ে মাইক্রো-ফটোগ্রাফি শুরু করেন৷ তার আগে তিনি অ্যাডভার্টাইজিং ও খেলাধুলা বিষয়ক আলোকচিত্রী ছিলেন৷ এই পোকা প্রকল্প তাঁকে তাঁর কাজ নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে৷ লেভন বিস বলেন, ‘‘আপনি একটি পোকার চোখের কথা চিন্তা করুন৷ সেটি দেখতে গম্বুজের মতো; তার আকার, টেক্সচার পায়ের চেয়ে ভিন্ন, হয়ত পায়ে রোম আছে৷ তাই আমি পোকার বিভিন্ন অংশ নিয়ে আলাদাভাবে কাজ করেছি৷ প্রতিটির ক্ষেত্রে, সেটি যেন দেখতে যতটা সম্ভব সুন্দর লাগে, সেরকম লাইটিং প্রযুক্তি ব্যবহার করেছি৷''

লেভন বিস যত বেশি সম্ভব তত বেশি দেশের মানুষকে তাঁর ছবি দেখানোর স্বপ্ন দেখেন৷ লক্ষ্য, মানুষকে নতুনভাবে পোকামাকড় দেখতে শেখানো

সিমন ব্রল/জেডএইচ